WB HS Exam 2025: উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা কবে থেকে শুরু ? কী কী নিয়ম রয়েছে ? জানাল সংসদ
WB HS Exam: ২ ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুলে শুরু প্র্যাক্টিক্যাল পরীক্ষা। এই পরীক্ষা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। সংসদের নির্দেশ মেনে সমস্ত স্কুলকে সংশ্লিষ্ট বিষয়ে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে হবে।
WBCHSE: ২০২৫-এর উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা কবে থেকে শুরু হবে, কতদিন চলবে এবং এই পরীক্ষা (WB HS Exam 2025) সংক্রান্ত সমস্ত নিয়মবিধি বিজ্ঞপ্তিতে প্রকাশ করল সংসদ। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২ ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুলে শুরু হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষা (WBCHSE)। এই পরীক্ষা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। নভেম্বর মাসের ২৭ তারিখে সংসদের পক্ষ থেকে সমস্ত স্কুলে স্কুলে প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য ৪ পাতা ও ২ পাতার শূন্য উত্তরপত্র এবং প্রশ্নপত্র দেওয়া হবে। সংসদের নির্দেশ মেনে সমস্ত স্কুলকে সংশ্লিষ্ট বিষয়ে এই প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে হবে। এর মধ্যে সঙ্গীত এবং স্বাস্থ্য-শারীরশিক্ষা বিষয়েও প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে সংসদ।
স্কুলকে যা যা নির্দেশ
স্কুলগুলিকে জানানো হয়েছে যে স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্র্যাক্টিকালের জন্য স্কোরশিট খুব শীঘ্রই পোর্টালে আপলোড করা হবে এবং সংসদের এই পোর্টাল থেকে স্কুলগুলি ডাউনলোড করে নিতে পারবে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরাই কেবল এই প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে পারবেন। পরীক্ষার সময় যদি কোনো বিষয়ের শিক্ষক না থাকেন কোনো স্কুলে, তাহলে নিকটবর্তী স্কুল থেকে ঐ বিষয়ের কোনো শিক্ষক এই পরীক্ষা পরিচালনা করবেন। তবে স্থানীয় সংসদের অফিসে সেই নতুন স্কুলের শিক্ষককে একটি অনুমতিপত্র বা সম্মতিপত্র জমা দিতে হবে এবং জমা দিতে হবে 'নো অবজেকশন লেটার'। একইসঙ্গে সংসদ জানিয়েছে যে সমস্ত পরীক্ষার্থী আগের বছর এই প্র্যাক্টিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের আর নতুন করে কোনো পরীক্ষায় বসতে হবে না।
অতিরিক্ত নির্দেশ
স্কুলগুলিকে বলা হয়েছে এই প্র্যাক্টিক্যাল পরীক্ষার উত্তরপত্র এখনই সংসদের ঘরে জমা দিতে হবে না। তা রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী সাজিয়ে স্কুলের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে সুরক্ষিত লকারে রাখতে হবে। সংসদের প্রয়োজনমত তা চেয়ে পাঠানো হবে। আগামী ৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সংসদের পোর্টালে অনলাইন মাধ্যমে প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর আপলোড করতে হবে। প্রতিটি উত্তরপত্রে পরীক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকতে হবে। তবে সংসদের ঘরে এই উত্তরপত্রের হার্ডকপি জমা করতে হবে না, শুধু অনলাইনে পোর্টালে প্রজেক্ট ও প্র্যাক্টিক্যালের নম্বর আপলোড করতে হবে স্কুলগুলিকে।
আগামী বছরের পরীক্ষা
আগামী বছর ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১৮ মার্চ পর্যন্ত চলবে এই পরীক্ষা। এই পরীক্ষার নির্ঘন্টও আগেই প্রকাশ করেছিল সংসদ এবং তাতে জানা গিয়েছিল প্রতিদিন বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা আয়োজিত হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI