এক্সপ্লোর
Job Opportunity: এই ১০ পেশার কর্মীদের ভয় নেই, AI-এর কোপে চাকরি হারানোর সম্ভাবনা কম
Job Career: এমন কিছু কিছু পেশা আছে যেগুলিতে আগামী দিনেও মানুষের চাহিদা থাকবে। AI নয়, মানুষ সেখানে অপরিহার্য। এই পেশার জন্য প্রস্তুতি নেবেন এখন থেকেই ?

এই ১০ পেশার কর্মীরা নিশ্চিন্ত
1/9

যুগের বদলে ক্রমেই প্রযুক্তি উন্নত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ছে সর্বত্র। আর তাতেই চাকরি হারানোর আশঙ্কাও বাড়ছে মানুষের মনে।
2/9

সবকিছু কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হলে বা স্বয়ংক্রিয় হয়ে গেলে মানুষের আর দরকার হবে না কাজের জন্য।
3/9

তবে এমন কিছু কিছু পেশা আছে যেগুলিতে আগামী দিনেও মানুষের চাহিদা থাকবে। মানুষ সেখানে অপরিহার্য। এই পেশার জন্য প্রস্তুতি নেবেন এখন থেকেই ?
4/9

চিকিৎসক, নার্স, মেডিকেল প্র্যাক্টিশনারদের চাকরি কখনই কৃত্রিম বুদ্ধিমত্তা এসে নিতে পারবে না। রোগীর চিকিৎসায় মানুষ অপরিহার্য।
5/9

শিক্ষকের পেশাতেও কৃত্রিম বুদ্ধিমত্তা সেভাবে মানুষের বিকল্প গড়ে দিতে পারবে না। শিক্ষণ, শিশুদের মানসিক বিকাশে সহায়তা করা কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ নয়।
6/9

ল এনফোর্সমেন্টের পেশায় আছেন যে সমস্ত কর্মীরা তারা এক অর্থে নিশ্চিন্ত। বিচারক, উকিল বা আইনজীবীদের বিকল্প আনতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা।
7/9

লেখক, চিত্রনির্মাতা, পরিচালক, অভিনেতা, ডিজাইনার, চিত্রকর, শিল্পী বা ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে যারা কাজ করছেন তাদের চাকরি AI নিতে পারবে না।
8/9

শেফ, রান্নার কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা, কাউন্সেলিং এবং থেরাপির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আগামী দিন নিয়ে নিশ্চিন্ত।
9/9

কৃত্রিম বুদ্ধিমত্তা এসে বড় মাপের ডেটা সেট বিশ্লেষণ করা অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু তথ্য থেকে বিশ্লেষণ বা গবেষণাধর্মী কাজের জন্য এখনও মানুষের বিকল্প কিছু আসেনি।
Published at : 29 Mar 2025 04:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
