WBCHSE WB HS Results 2024: 'সবাই যদি ডাক্তার হয়, রোগী কে হবে' কী হতে চান উচ্চমাধ্যমিকে ২য় সৌম্যদীপ
WBCHSE WB HS Results 2024 2nd : এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, সৌম্যদীপ বললেন, বাবা-মা ফল শুনে চোখের জল ধরে রাখতে পারেননি।
কলকাতা : প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল। দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। প্রাপ্ত নম্বর ৪৯৫। সৌম্যদীপ জানালেন, ১ থেকে ১০ এর মধ্যে থাকবেন, এমন আশা ছিলই। কিন্তু ২ য় স্থানেই থাকবেন, এতটা প্রত্যাশা করেননি। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, সৌম্যদীপ বললেন, বাবা-মা ফল শুনে চোখের জল ধরে রাখতে পারেননি।
ঘড়ি ধরে পড়েননি। ভালবেসে পড়াশোনা করেছেন বরাবর। পছন্দ করেন আবৃত্তি করতে। সাঁতার কাটতেও ভালবাসেন। পরবর্তীতে তাঁর স্বপ্ন, স্ট্যাটিসটিকস এ অনার্স পড়া। আইএসআই-তে পড়তে চান।
সৌম্যদীপ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আবাসিক ছাত্র। বরাবর ভালবাসেন অঙ্ক কষতে। তবে আগামী দিনে সংখ্যাতত্ত্ব নিয়ে এগনোই তাঁর স্বপ্ন। এই স্বপ্নের বীজ বোনা শুরু হয়েছিল মাধ্যমিকের একটু আগে থেকে। তারপর লক্ষ্য স্থির করে এগিয়েছেন সৌম্যদীপ। আগে থিওরিটা স্পষ্ট করে তারপর অঙ্ক কষতে পছন্দ করেন তিনি।
সৌম্যদীপ তাঁর ভাল রেজাল্টের কৃতিত্ব অনেকটাই দিলেন নিজের স্কুলকে। আবাসিক ছাত্র ছিলেন বলে মোবাইলের সঙ্গে সম্পর্ক ছিল না বললেই চলে। আর সেই বিষয়টিকেই ভাল রেজাল্টের কারণগুলির মধ্যে অন্যতম বলে মনে করছেন তিনি। তবে হস্টেলের হাসি-মজা-আড্ডা তো ছিলই, বললেন উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী। সৌম্যদীপ জানালেন, হস্টেলে থাকার দরুণ বন্ধুরা যৌথভাবে অনেক সহজে পড়াশোনা সংক্রান্ত যে কোনও সমস্যা সলভ করে ফেলতেন।
- এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। পেয়েছেন ৯৯.২% ।
- দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। প্রাপ্ত নম্বর ৪৯৫। পেয়েছেন ৯৯%।
- তৃতীয় স্থানে রয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন স্কুলের অভিষেক গুপ্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪ ৯৮.৮%।
বিস্তারিত পড়ুন:
আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট দেখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে
উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb12.abplive.com-এ।
রেজাল্ট দেখতে হাতের কাছে রাখুন :- রোল নম্বর
- তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে।
- ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে।
- বের করে রাখুন প্রিন্ট আউট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
Education Loan Information:
Calculate Education Loan EMI