WBJEE Result: প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফল, প্রথম দশে কারা?
Education News: পরীক্ষার দেড় মাসেরও কম সময়ের মধ্যে প্রকাশিত হল ফল। গত বছরের মতো এবছরও তিন পর্যায়ে হবে কাউন্সেলিং।
কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল (WBJEE Result)। চলতি বছর ২৮ এপ্রিল হয়েছিল জয়েন্টের পরীক্ষা। আর পরীক্ষার দেড় মাসেরও কম সময় প্রকাশিত হল ফল। বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে দেখা যাবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। এবার জয়েন্টে বসেছিলেন ১ লক্ষ ৪২ হাজারের বেশি পরীক্ষার্থী। এদিন বেলা আড়াইটে নাগাদ ফল প্রকাশ করে বোর্ড। গত বছরের মতো এবছরও তিন ধাপে হবে কাউন্সেলিং।
প্রথম দশে কারা?
ব়্যাঙ্ক | নাম | স্কুলের নাম |
প্রথম | কিংশুক পাত্র | বাঁকুড়া জেলা স্কুল |
দ্বিতীয় | শুভদীপ পাল | কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল |
তৃতীয় | বিবস্বান বিশ্বাস | বিশপ মরো স্কুল, কৃষ্ণনগর |
চতুর্থ | ইরাদ্রি বসু খণ্ড | দার্জিলিং পাবলিক স্কুল, ডাবগ্রাম-ফুলবাড়ি |
পঞ্চম | ময়ূখ চৌধুরী | সাউথ পয়েন্ট স্কুল, বালিগঞ্জ |
ষষ্ঠ | ঋতম বন্দ্যোপাধ্যায় | ত্রিবেণী টিস্যুজ বিদ্যাপীঠ, হুগলি |
সপ্তম | অভীক দাস | ম্যক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার |
অষ্টম | অথর্ভ সিঙ্ঘানিয়া | ডিপিএস, রুবি পার্ক |
নবম | শৌনক কর | স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল |
দশম | বিজিত মঈশ | বিডি ইন্টারন্যাশনাল, নরেন্দ্রপুর |
পাসের পরিসংখ্যান: এবার প্রথম দশে জায়গা করে নিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চার জন পড়ুয়া। তাঁদের মধ্যে সপ্তন স্থানে রয়েছেন উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া অভীক দাস।এবছর মোট পাস করা পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৭৯ হাজার ০২৫, ছাত্রীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৪৬৭। মোট পাস করেছেন ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে এরাজ্যে পরীক্ষার্থী পাস করেছেন ৮৭ হাজার ৩৭৯ জন। অন্য রাজ্যের পরীক্ষার্থী পাস করেছেন ২৭৬ হাজার ১১৩। পাসের হার ৯৯.৫৩ শতাংশ। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রায় ৯৯ শতাংশ পরীক্ষার্থীকে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। এই মেধাাতালিকায় প্রথম ১০-এর ৪ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, ৪ জন CBSE বোর্ডের, ২ জন ISC বোর্ডের। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও কাউন্সেলিং-এর দিনক্ষণ ঠিক হয়নি। এক সপ্তাহের মধ্যে তা ঘোষণা করা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: NTPC Recruitment: রাষ্ট্রায়ত্ত এনটিপিসি সংস্থায় এক্সিকিউটিভ নিয়োগ, ১ লক্ষ পর্যন্ত বেতন- কারা যোগ্য ?
Education Loan Information:
Calculate Education Loan EMI