WBPSC Jobs: রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, এই পদগুলিতে হবে নিয়োগ
WBPSC Jobs: এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক হতে হবে। এ ছাড়াও বাংলা ভাষা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে চাকরিপ্রার্থীকে।
WBPSC Recruitment 2022: রাজ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত ও আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারেন। নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র।
GROUP – A
– West Bengal Civil Service (Executive)
– Asst. Commissioner of Revenue
– West Bengal Co-operative Service
– West Bengal Labour Service
– West Bengal Food and Supplies Service
– West Bengal Employment Service
GROUP-B
– West Bengal Police Service
GROUP – C
– Superintendent/Dy. Superintendent for District and Central Correctional Home
– Joint Block Development Officer
– Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices
– West Bengal Junior Social Welfare Service
– West Bengal Subordinate Land Revenue Service
– Assistant Commercial Tax Officer
– Registrar/ Joint Registrar for Consumer Disputes Redressal Commission, under Consumer Affairs
– Assistant Canal Revenue Officer (Irrigation)
– Chief Controller of Correctional Services
GROUP – D
– Inspector of Co-operative Societies
– Panchayat Development Officer under the Panchayat and Rural Development Department
– Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department
WBPSC Jobs: শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক হতে হবে। এ ছাড়াও বাংলা ভাষা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে চাকরিপ্রার্থীকে। তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
WBPSC Recruitment 2022: বয়স সীমা
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়স সীমা ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে এই বয়স সীমা SC/ST-দের জন্য 05 বছর, OBC-এর জন্য 03 বছর ও PWD বিভাগের জন্য 10 বছর শিথিলযোগ্য। প্রাক্তন সৈনিক ও অন্যান্যদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয়েছে।
আবেদনকারীদের এই পদগুলিতে চাকরির জন্য আগামী ২৪ মার্চের মধ্যে https://wbpsc.gov.in এ আবেদনপত্র পাঠাতে হবে। Official website of West Bengal Public Service Commission (WBPSC) — https://wbpsc.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI