WB Election C-Voter Opinion Poll 2021 LIVE: বাংলার মসনদে কে, কী বলছে সি ভোটারের তৃতীয় দফার সমীক্ষা?
ABP Ananda CVoter Opinion Poll Results 2021 LIVE Updates: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে। শাসক তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। কী হবে আসন্ন ভোটে? বিধানসভা কে দখল করবে? ফের একবার কি মসনদ ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস? না কি, এবার ক্ষমতা আসবে বিজেপি?
LIVE
Background
কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে। শাসক তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। কী হবে আসন্ন ভোটে? বিধানসভা কে দখল করবে? ফের একবার কি মসনদ ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস? না কি, এবার ক্ষমতা আসবে বিজেপি?
পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন ২৯৪। ম্যাজিক ফিগার ১৪৮। এই পরিস্থিতিতে আজ তুলে ধরা হচ্ছে সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষা।
সি ভোটারের দ্বিতীয় দফার সমীক্ষায় উঠে এসেছিল বেশ কিছু চমকপ্রদ তথ্য। সাধারণ মানুষের সামনে প্রশ্ন করা হয়েছিল, আসন্ন বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে? সি ভোটারের দ্বিতীয় দফার জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল, তৃণমূল পেতে পারে ১৪৮ থেকে ১৬৪ আসন। বিজেপি পেতে পারে ৯২-১০৮ আসন। অন্যদিকে, সি ভোটারের দ্বিতীয় দফার জনমত সমীক্ষা অনুযায়ী, বাম-কংগ্রেস জোট পেতে পারে ৩১ থেকে ৩৯টি আসন। এছাড়া, অন্যান্যরা পেতে পারে ১-৫টি আসন।
২৭ শতাংশ মানুষের পছন্দ দিলীপ
সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ২৭ শতাংশ মানুষের পছন্দ দিলীপ ঘোষ।
৫২ শতাংশ মানুষের পছন্দ মমতা
সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ৫২ শতাংশ মানুষের পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটে অন্যান্যরা পেতে পারে ৩-৫টি আসন
সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষা বলছে, বিধানসভা ভোটে অন্যান্যরা পেতে পারে ৩-৫টি আসন।
বাম-কংগ্রেস-ISF জোট পেতে পারে ২৩-৩১টি আসন
সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষা বলছে, বিধানসভা ভোটে বাম-কংগ্রেস-ISF জোট পেতে পারে ২৩-৩১টি আসন।
বিজেপি পেতে পারে ৯৮-১১৪টি আসন
সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষা বলছে, বিধানসভা ভোটে বিজেপি পেতে পারে ৯৮-১১৪টি আসন।