(Source: ECI/ABP News/ABP Majha)
Birbhum news: বারুদের স্তূপে বীরভূম! ফের বোমা উদ্ধার শান্তিনিকেতনে
Bomb Recover: স্থানীয়দের দাবি, শান্তিনিকেতন থানার দূরত্ব ৭ কিলোমিটার হলেও, পুলিশ আসতে আধঘণ্টারও বেশি সময় নেয়। পরে স্কুলের কাছে ওই মাঠ থেকে ৪০টি বোমা উদ্ধার হয়।
আবির ইসলাম, শান্তিনিকেতন: ফের স্কুলের কাছে তাজা বোমা উদ্ধার। ১২ ঘণ্টার ব্যবধানে শান্তিনিকেতনের (Shantiniketan) রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামে মিলল ৬১টি তাজা বোমা। আজ সকালে লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ের ৩০০-৪০০ মিটার দূরে মাঠের মধ্যে দুটি প্লাস্টিকের জারে বোমা দেখতে পান স্থানীয়রা।
ফের বোমা উদ্ধার: মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে বোমা। কোথাও প্লাস্টিকের জারে বোমা ভর্তি করে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছে। শুক্রবারের পর শনিবার বীরভূমের দু'জায়গা থেকে উদ্ধার হল তাজা বোমা। স্থানীয়দের দাবি, শান্তিনিকেতন থানার দূরত্ব ৭ কিলোমিটার হলেও, পুলিশ আসতে আধঘণ্টারও বেশি সময় নেয়। পরে স্কুলের কাছে ওই মাঠ থেকে ৪০টি বোমা উদ্ধার হয়।
শুক্রবার, লালমাটির জেলার আমোদপুর গ্রামে তৃণমূল পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমা উদ্ধার করে পুলিশবোমা মজুতের অভিযোগে ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সাঁইথিয়া থানা।সেই ঘটনার রেশ কাটতে না কাটতে, এবার শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামে মিলল ৬১টি তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর, গতকাল এই এলাকা থেকে ৫০০ মিটার দূরে ২১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এদিন ভোররাতে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রাম থেকেও ৩০টি বোমা উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, ড্রামের মধ্যে ভরে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছিল বোমাগুলি। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে। প্রায় প্রতিদিনই বীরভূমে বোমা মেলায়, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।
৮ জুলাই হতে চলেছে গ্রাম বাংলার হাইভোল্টেজ ভোট-যুদ্ধ (Panchayat Poll 2023)। তার আগে, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে তেতে উঠেছে বাংলা।বোমাবাজি, সংঘর্ষ, রক্তপাত থেকে খুনোখুনি। বাদ যায়নি কিছুই।এখন যেভাবে জেলায় জেলায় বোমা উদ্ধার হচ্ছে, তাতে গণতন্ত্রের উৎসব আদৌ শান্তিপূর্ণ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মনে। দিকে দিকে হামলা ও বোমা উদ্ধারের ঘটনার প্রতিবাদে এবং ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় বিজেপি।
আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস