BJP Manifesto WB Election 2021: বিজেপিকে সুযোগ দিন, সোনার বাংলা তৈরি করব, দাবি অমিতের
WB Election 2021, BJP Manifesto List Highlights: একুশের নির্বাচনে বাংলার জন্য বিজেপির ইস্তেহারে থাকছে বেশ কিছু প্রতিশ্রুতি।
LIVE
Background
বিজেপির ইস্তেহার প্রকাশ করতে চলেছেন অমিত শাহ। বিকেল সাড়ে ৫টা নাগাদ সল্টলেকের ইজেডসিসি-তে ইস্তেহার প্রকাশ করা হবে। সূত্রের খবর, একুশের নির্বাচনে বাংলার জন্য বিজেপির ইস্তেহারে থাকছে বেশ কিছু প্রতিশ্রুতি। এর মধ্যে রয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের অঙ্গীকার। সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি। প্রণয়ন করা হবে জাতীয় শিক্ষানীতি। কলকাতাকে এশিয়ার স্মার্টেস্ট সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার। জেলা শহরগুলির সামগ্রিক মানোন্নয়ন। মাছ চাষের জন্য পৃথক দফতর তৈরির ভাবনা। কর্মক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি । দিঘা-ডুয়ার্স-দার্জিলিং-কলকাতা, রাঢ়বঙ্গ ও সুন্দরবনে ৬টি নতুন পর্যটন সার্কিট তৈরি করা হবে। শহরের সমস্ত নিম্নবিত্ত এলাকায় তৈরি করা হবে পাকা বাড়ি। আগামী পাঁচ বছরে গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমস্ত বাড়িকে পাকা করার প্রতিশ্রুতি। বিজেপির ইস্তেহারে এসবই থাকতে চলেছে বলে সূত্রের খবর।
BJP Manifesto WB Election 2021: একবার বিজেপিকে সুযোগ দিন, সোনার বাংলা তৈরি করব, ইস্তেহার প্রকাশ করে আর্জি অমিতের
কংগ্রেস, বাম, তৃণমূলকে স্বাধীনতার পর থেকে সুযোগ দিয়েছেন। একবার বিজেপিকে সুযোগ দিন, সোনার বাংলা তৈরি করব। ইস্তেহার প্রকাশ করে আর্জি অমিতের।
BJP Manifesto 2021: কালীঘাটের আদিগঙ্গার সংস্কার করা হবে, ঘোষণা অমিতের
কলকাতার উন্নয়নে ২২ হাজার কোটির তহবিল। কালীঘাটের আদিগঙ্গার সংস্কার করা হবে।
BJP Manifesto WB Election 2021: উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তৈরি হবে, জানালেন অমিত শাহ
উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তৈরি হবে। চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ৩৫০ করা হবে। জানালেন অমিত শাহ।
BJP Manifesto 2021: এসসি, এসটি সার্টিফিকেটের জন্য অনলাইন প্রক্রিয়া চালু হবে, ঘোষণা অমিতের
এসসি, এসটি সার্টিফিকেটের জন্য অনলাইন প্রক্রিয়া চালু হবে। ঘোষণা অমিতের।
BJP Manifesto WB Election 2021: রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা ক্যান্টিন চালু হবে, জানালেন অমিত
রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা ক্যান্টিন চালু হবে। ৫ টাকায় ৩ বেলার আহারের ব্যবস্থা হবে। জানালেন অমিত।