Panchayat Election: গুলি ও আগ্নেয়াস্ত্রের হদিস মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে, ধৃত ১ যুবক
Bullet Along With Firearms Recovered: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে গুলি ও আগ্নেয়াস্ত্রের হদিস মিলল। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। গত কাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার পর্ব যেন থামছেই না রাজ্যে। এবার মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থেকে গুলি ও আগ্নেয়াস্ত্রের (Firearms Recovery) হদিস মিলল। গ্রেফতার করা হয়েছে এক যুবককে (Youth Arrested)। গত কাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।
কী ঘটেছিল?
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চশকাপুর মোড় ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায় একটি ৭.৬৫ এম এম পিস্তল এবং ৭ রাউন্ড গুলি-সহ ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অরিজিৎ সিংহ।বয়স ২৬ বছর। তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। আজ, শুক্রবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের মোটরবাইকও। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আগ্নেয়াস্ত্রগুলি কাকে দেওয়ার উদ্দেশে সামশেরগঞ্জে আনা হয়েছিল? কী কাজে ব্যবহার করা হত সেগুলি? খতিয়ে দেখছে পুলিশ।
অস্ত্র উদ্ধার বীরভূমে...
পঞ্চায়েত ভোটের মুখে অস্ত্র উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। গত মার্চেই যেমন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল বীরভূমে। সেবার মারগ্রাম থানা এলাকার বীরভূম-মুর্শিদাবাদ জেলার সীমান্তে এই ঘটনা প্রকাশ্যে আসে। এত পরিমাণ অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ? তদন্ত শুরু করে পুলিশ। এর আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় হরিদেবপুরকাণ্ডে ফিরহাদ হাকিম বলেছিলেন, 'অস্ত্র আসছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে।' তবে সে বার এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাতেও একই প্রশ্নই ওঠে। জানা যায়, কালীদহ গ্রামে কাছে নাকা চেকিং চালানোর সময় মুর্শেদ খান নামের এক ব্যাক্তিকে আটক করে পুলিশ (Police)। তাঁর কাছ থেকে ৫ দেশি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এপ্রিলে আবার, পরপর ২ দিন মালদার বৈষ্ণবনগর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগরের ১৮ মাইল এলাকা থেকে রাকিমুল শেখ নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছিল পুলিশ। উদ্ধার করা হয় ২টি সেভেন এম এম ও একটি নাইন এম এম পিস্তল (9mm Pistol), ৫টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড কার্তুজ। ধৃতের বাড়ি মালদার কালিয়াচকে। এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ে সাধারণ মানুষের। হালে, চলতি মাসের মাঝামাঝিই পঞ্চায়েত ভোটের মুখে আবার অস্ত্র উদ্ধার হয় মালদায়। রতুয়ার নুরপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় মালদারই ভুতনির বাসিন্দা রূপকুমার মাহাতো নামে এক ব্যক্তিকে। এবার ঘটনা মুর্শিদাবাদে।