Lok Sabha Election 2024: 'কাজ করতে চাই', পুজো দিয়ে প্রচার তৃণমূলের চিকিৎসক প্রার্থীর
Sharmila Sarkar : কালনা হোক বা পূর্বস্থলী... সব জায়গাতেই চিকিৎসক প্রার্থীকে দেখা গেছে মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোতে
রাণা দাস, কাটোয়া : 'আমি প্রতিদিন বাড়ি থেকে বেরনোর সময় পুজো দিয়ে বের হই। আমার আরেকটা ধর্ম কাজ। আমি কাজ করতে চাই, তাই ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে কাজে বের হই।' বুধবার ভোট প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার। তিনি বলেন, 'আমি ভগবানে বিশ্বাস করি, আর শুধু নিজের ধর্ম নয় সমস্ত ধর্মের ওপর আমার বিশ্বাস আছে তাই পুজো দিয়েই শুরু করি আমার প্রচারের কাজ।'
কালনা হোক বা পূর্বস্থলী... সব জায়গাতেই চিকিৎসক প্রার্থীকে দেখা গেছে মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোতে। গতকাল পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকায় প্রচারের আগে প্রার্থীকে দেখা যায় পূর্বস্থলীর বুড়ো মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করে প্রচারে বেরোতে। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্বস্থলী উত্তরের বিধায় তপন চট্টোপাধ্যায়। পুজো দিয়েই বৃষ্টির দিনে ছাতা নিয়ে বেরিয়ে পড়েন তৃণমূল প্রার্থী। বৈঠক করেন কর্মীদের সঙ্গে।
বর্ধমান পূর্বের এবারের তৃণমূলের প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার। মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকার কলকাতার একটি সরকারি হাসপাতালে কর্মরত। রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও এবার পূর্ব বর্ধমানে তৃণমূলের প্রার্থী তিনি। কাটোয়ার অগ্রদ্বীপ গ্রামের মেয়ে শর্মিলা সরকার কাটোয়া কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে কলকাতায় চলে যান পড়াশোনার জন্য। তারপরে সেখান থেকেই মেডিক্যাল নিয়ে পড়াশোনা ও চাকরি।
তৃণমূলের প্রার্থী হওয়ার পর থেকে তিনি জোরকদমে বেরিয়ে পড়েছেন প্রচারে। এর আগেও কালনা শহরে প্রচারের সময় প্রার্থীকে দেখা যায় কালনার ১০৮ শিব মন্দির, সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে। গতকালও দেখা যায় পূর্বস্থলীতে প্রচারের আগে তিনি পুজো দিয়েই প্রচারে নামেন।
বর্ধমান পূর্বের (Burdwan Purba) বিদায়ী সাংসদ সুনীল কুমার মণ্ডলের (Sunil Mondal) জায়গায় এবার তৃণমূলের (TMC News) টিকিটে লড়ছেন চিকিৎসক শর্মিলা সরকার (Sharmila Sarkar)। প্রার্থী তালিকা ঘোষণার পর জীবনে নতুন কিছু গ্রহণ করতে ভয় পান না বলে প্রতিক্রিয়া দেন চিকিৎসক-প্রার্থী। অন্যদিকে, টিকিট থেকে বঞ্চিত হয়ে নিজের ক্ষোভ উগরে দেন বর্ষীয়ান রাজনীতিক সুনীল কুমার মণ্ডল। একহাত নিলেন জেলা নেতৃত্বকে। Lok Sabha Election 2024।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে