Congress Candidates List: রাহুল-তারুর-সহ এবার ৩৯ জনের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের
Congress Candidates List 2024: এই প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন ভূপেশ বাঘেল। তিনি ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও থেকে প্রতিদ্বন্দ্বতি করবেন।
নয়াদিল্লি : এখন সপ্তাহ ঘোরেনি। বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণার কয়েক দিনের মধ্যেই এবার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেসও। ৩৯ জনের তালিকায় হেভিওয়েটদের মধ্যে রয়েছেন রাহুল গাঁধী, শশী তারুর, ভূপেশ বাঘেলের মতো নাম।
কেরলের ওয়াইনাড কেন্দ্র থেকে এবারও লড়ছেন রাহুল। তবে, এটা পরিষ্কার নয় যে তিনি ২০১৯ সালের মতো এবারও আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না। তিরুঅনন্তপুরম থেকে যথারীতি কংগ্রেস প্রার্থী শশী তারুর। এই আসন থেকে তিনি টানা তিনবার জয়ী হয়েছেন। অন্যদিকে, এই প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন ভূপেশ বাঘেল। তিনি ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও থেকে প্রতিদ্বন্দ্বতি করবেন।
এই তালিকায় আর যেসব হেভিওয়েটের নাম রয়েছে তাঁরা হলেন- কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি কেরলের আলাপুঝ্ঝা কেন্দ্রের টিকিট পেয়েছেন। ২০০৯ সালে এই আসনে জিতেছিলেন তিনি। অন্যদিকে, কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশকে বেঙ্গালুরু গ্রামীণের টিকিট দিয়েছে কংগ্রেস।
প্রাথমিকভাবে, কয়েকটি দক্ষিণ ও উত্তর-পূর্বের রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ব্যতিক্রম শুধু ছত্তীসগঢ় ও কেন্দ্রীয়শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। কেরল থেকে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, শরিকদের জন্য বাকি চারটি আসন এই রাজ্যে ছেড়ে রেখেছে কংগ্রেস।
কর্ণাটকের সাত জন প্রার্থী প্রথম দফার তালিকায় জায়গা করে নিয়েছেন। এছাড়াও ছত্তীসগঢ়ের ছয় জন এবং তেলঙ্গানার চার প্রার্থী রয়েছেন। বাকি প্রার্থীরা রয়েছেন- মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও লাক্ষাদ্বীপের।
আজ প্রার্থী তালিকা ঘোষণার সময়, বেণুগোপাল জানান, এই প্রার্থীদের বেছে নিয়েছে কংগ্রেস সেন্ট্রাল ইলেকশন কমিটি। ৩৯ জন প্রার্থীর মধ্য়ে ২৪ জনই ওবিসি, এসসি, এসটি ও অনগ্রসর সম্প্রদায়ের। সূত্রের খবর, জোটের শরিক দলগুলির সঙ্গে আসন রফা চূড়ান্ত হয়ে গেলেই আরও নাম ঘোষণা করবে কংগ্রেস। এই তালিকাটা শুরু মাত্র। এদিকে এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ব্যস্ত আছেন রাহুল। মোদি-শাহর রাজ্য গুজরাতে রয়েছে এই যাত্রা। আগামী ১৭ মার্চ মুম্বইয়ে এসে তা শেষ হবে। বেণুগোপাল জানিয়েছেন, ওইদিন শহরে একটা বড় সমাবেশ হতে চলেছে। বিরোধী শিবিরের সব নেতা-নেত্রীকে সেদিন আমন্ত্রণ জানানো হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে