Cooch Behar Lok Sabha Election Result 2024: কোচবিহার হারালেন নিশীথ! জগদীশচন্দ্র বসুনিয়া ফোটালেন ঘাসফুল
West Bengal Election Result 2024: গতবারের লোকসভা নির্বাচনেও এই আসন বিজেপির দখলে ছিল। এবার উলটপুরান
কলকাতা: তৃণমূলের দখলে কোচবিহার। এই বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024 results) কোচবিহার লোকসভা (Cooch Behar Result) আসনে জয় পেলেন তৃণমূলের জগদীশচন্দ্র বসুনিয়া। ৩৯ হাজার ২৫০ ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হল তৃণমূল। নিকটতম প্রতিদ্বন্দী গতবারের বিদায়ী বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।
এই আসন বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার প্রাপ্ত ভোট ৭ লক্ষ ৮৮ হাজার ৩৭৫ ভোট। বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক পেয়েছেন ৭ লক্ষ ৪৯ হাজার ১২৫ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন ফরোয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়।
গতবারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে পদ্মফুল ফুটিয়েছিলেন নিশীথ প্রামাণিক। তৃণমূল থেকে বিজেপি এসে টিকিট পেয়ে কোচবিহারকে তুলে দিয়েছিলেন বিজেপির হাতে। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উল্টে গেল পাশা। কোচবিহার দখল করল তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তুলনামূলক ভাল ফল ছিল বিজেপির। কিন্তু এবারের লোকসভা ভোটে কার্যত বিজেপিকে গুঁড়িয়ে দিল তৃণমূল। কোচবিহারে তৃণমূলের কাছে হেরে গেলেন বিদায়ী সাংসদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
গতবারের লোকসভা নির্বাচনেও এই আসন বিজেপির দখলে ছিল। এই আসন থেকে জিতে সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন নিশীথ প্রামানিক। এবারেও এই আসনের ভোটযুদ্ধ প্রথম থেকেই গরম। কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রচার নিয়ে বারবার ঠোকাঠুকি হয়েছে নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী এবং কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহর। কখনও একজনের কনভয়ে মিছিল নিয়ে ঢুকে পড়া। কখনও আবার একই রাস্তায় প্রচার চলে আসায় উত্তেজনা হয়। প্রচারের মাঝেই প্রায় হাতাহাতিতেও জড়িয়েছেন এই দুই যুযুধান নেতা। প্রচারপর্বে উত্তেজনা যেমন ছিল, তেমনই ভোটের সময়েও উত্তেজনা দেখা যায়। তবে সংঘর্ষ বা রক্তপাতের ঘটনা ঘটেনি এই হাইভোল্টেজ কেন্দ্রের নির্বাচনে। উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখা গিয়েছিল। পাল্টা তৃণমূলের তরফেও মাঝে মাঝে কিছু উত্তেজনা দেখা গেলেও বাকি দফার তুলনায় মোটের উপর শান্তিপূর্ণ ছিল এই কেন্দ্রের ভোটগ্রহণ।
এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা- মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা এবং নাটাবাড়ি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাংলায় খরা বিজেপির, তারই মধ্যে এগিয়ে অভিজিৎ, 'আবে কি বার ...' কী ভাবছেন তমলুকের প্রার্থী?