এক্সপ্লোর
Advertisement
মমতাকে শোকজ কমিশনের, পাল্টা তোপ নেত্রীর
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, আসানসোলকে পৃথক জেলা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি নারায়ণগড়ে গিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়েও কমিশনে নালিশ জানিয়েছে সিপিএম। তৃণমূলনেত্রী অবশ্য বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ।
সম্প্রতি, আসানসোলকে পৃথক জেলা করার প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন মনে করেছে, এই মন্তব্য করে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুধু এই মন্তব্যই নয়, মুখ্যমন্ত্রীর ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব’ -- এই মন্তব্য নিয়েও কমিশনে অভিযোগ জানিয়েছে বিরোধীরা। যদিও, তা তোয়াক্কা করছে না মুখ্যমন্ত্রী। এদিনই সিউড়ির সভা থেকে মমতা বলেছেন, আমাকে নির্বাচন কমিশন শোকজ। ইঞ্চি ইঞ্চি বলেছি বলে.. বেশ করেছি বলেছি। হাজার বার বলব। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা।
সম্প্রতি নারায়ণগড়ে গিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতেও কমিশনে নালিশ জানিয়েছে সিপিএম। সূর্যকান্ত মিশ্রর বিধানসভা কেন্দ্রে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সূর্যবাবুকে হারান। যা চাইবেন দেব। তৃণমূলনেত্রী অবশ্য বিরোধীদের কোনও অভিযোগকেই গুরুত্ব দিতে নারাজ। মুরারইর সভা থেকে মমতা বলেন, ৪০টা চিঠি পাঠালেও কিছু হবে না। বেশ করেছি বলেছি।
সূত্রের খবর, নারায়ণগড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন, তা এ দিন জানতে চান মুখ্য নির্বাচন কমিশনার। সিপিএমের তরফে তাঁকে মমতার বক্তব্যের একটি সিডিও দেওয়া হয়।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement