এক্সপ্লোর
Advertisement
LIVE: ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর, ভাঙচুর সংবাদমাধ্যমের গাড়িও
আজ এ রাজ্যের ৭ আসন সহ দেশের মোট ৫১টি আসনে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। উত্তর প্রদেশের ১৪টি আসন, রাজস্থানের ১২, মধ্য প্রদেশের ৭, বিহারের ৫ ও ঝাড়খণ্ডের ৪টি আসন ভোট শুরু হয়েছে। এছাড়া ভোট চলছে জম্মু কাশ্মীরের লাদাখ ও অনন্তনাগ কেন্দ্রে।
# ভাঙচুর করা হল সংবাদমাধ্যমের গাড়িও।
# লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
# ধনেখালিতে লকেটকে ঘিরে বিক্ষোভ, ভাঙচুর করা হয়েছে ইভিএম। তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
# শান্তনু ঠাকুর এলাকা ছাড়ার পরই বোমাবাজি, তৃণমূলের অভিযোগ, নেপথ্যে বিজেপি। আহত ১ পুলিশ কর্মীও।
# বনগাঁর হিংলিতে মুহুর্মুহু বোমাবাজি, রাস্তা থেকে গাছের গুঁড়ি সরাল আধা সেনা। বোমাবাজিতে জখম তৃণমূল কর্মী, রাস্তায় গাছের গুঁড়ি রেখে প্রতিবাদ তৃণমূলের।
# হাওড়ার শিবপুরে বুথের সামনে বিজেপি কর্মীকে মার, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
# ব্যারাকপুর কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, বললেন প্রকাশ জাভড়েকর।
# তারকেশ্বরের নস্করপুরের ১১০ নং বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ টিএমসিপি নেতা মহারাজ নাগের বিরুদ্ধে, বলে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে, প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
# বহিরাগতদের তাড়া করলেন অর্জুন সিংহ।
# বহিরাগতদের টেনে এনে মার আধা সেনার
# গয়েশপুরের রবীন্দ্রপল্লীতে বহিরাগতদের তাড়া কেন্দ্রীয় বাহিনীর।
# নৈহাটিতে বিক্ষোভের মুখে অর্জুন সিংহ।
# হুগলির মল্লিকপুরে ছাপ্পা ভোটের অভিযোগ, ২৩২ নং বুথে 'ভুয়ো ভোটার' ধরলেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপির এজেন্টকে বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
# পুলিশের সঙ্গে বচসা ব্যারাকপুরের সিপিএম প্রার্থীর, সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
# বীজপুরের ১১৬ নং বুথে একদিনে দুবার ভোট দিলেন কয়েকজন, মক পোলের সংখ্যা ইভিএম থেকে না মুছেই হচ্ছিল ভোটগ্রহণ। ইভিএম ফরম্যাট করে ফের নেওয়া হল ভোট।
# বিধিভঙ্গে অভিযুক্ত শান্তনু ঠাকুর, বিজেপির উত্তরীয় পরে ভোট দিলেন।
# শান্তনু যা মনে হয় তাই বলেন, দাবি মমতাবালার। দুর্ঘটনা ঘটতেই পারে, চক্রান্ত নেই, বললেন মমতাবালা।
# আমাকে খুনের চক্রান্ত চলছে, অভিযোগ বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের।
# বনগাঁর হাইঘাটায় তৃণমূল সমর্থকে বাড়িতে হামলা, বাড়িতে আগুন। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
# অর্জুনকে বুথে ঢুকতে বাধা।
# উদয়নারায়ণপুরের করণপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, পুড়ল বিজেপির পতাকা, বাড়ি ভাঙচুর।
# পুলিশের সামনেই তৃণমূলের হামলা, দাবি করলেন অর্জুন।
# অর্জুনের মুখ ফেটে রক্তপাত।
# ব্যারাকপুরের মোহনপুরে অর্জুন সিংহের সঙ্গে হাতাহাতি পুলিশের, অর্জুনকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, অর্জুনই গুন্ডাগিরি করছেন, অভিযোগ তৃণমূলের
# ছেলেকেও তুলে নিয়ে গিয়েছে, অর্জুনের কাছে অভিযোগ করলেন ব্যারাকপুরের মহিলা ভোটার।
# ব্যারাকপুরের মোহনপুরে ভোট ঘিরে অশান্তি, রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
# ব্যারাকপুরে ভোটারকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অর্জুন সিংহকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মহিলা।
# উদয়নারায়ণপুরের হরালিতে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, হুমকির অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতিকে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
# নৈহাটির পাল্লাদায় ৬টি বুথে সিপিএম এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, অভিযুক্ত তৃণমূল।
# দত্তপুকুরের কাসেমপাড়ায় আক্রান্ত বিজেপি, ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
কলকাতা: আজ এ রাজ্যের ৭ আসন সহ দেশের মোট ৫১টি আসনে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। উত্তর প্রদেশের ১৪টি আসন, রাজস্থানের ১২, মধ্য প্রদেশের ৭, বিহারের ৫ ও ঝাড়খণ্ডের ৪টি আসন ভোট শুরু হয়েছে। এছাড়া ভোট চলছে জম্মু কাশ্মীরের লাদাখ ও অনন্তনাগ কেন্দ্রে।
আজ এ রাজ্যের ৩ জেলার সাতটি লোকসভা আসনে ভোটগ্রহণ। ভোট হবে ব্যারাকপুর, বনগাঁ, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া ও উলুবেড়িয়া কেন্দ্রে। লড়াই মূলত চতুর্মুখী। ১০০ শতাংশ বুথে নিরাপত্তার দায়িত্বে ৫৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তবে এবারের দফায় সকলের নজর ব্যারাকপুর কেন্দ্রের দিকে। এখানে এবার লড়াই সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংহ ও তৃণমূলের গতবারের জয়ী প্রার্থী দীনেশ ত্রিবেদীর মধ্যে।
এই দফার ভোটে নির্ধারিত হবে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। দুই কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, স্মৃতি ইরানি যেমন রয়েছেন তেমনই আছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। তবে জাতীয় পর্যায়ে এই দফায় মূল আকর্ষণ উত্তর প্রদেশের আমেঠির ভোট, এখানে এবার রাহুল গাঁধীর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন স্মৃতি ইরানি। গতবার একলাখের বেশি ভোটে স্মৃতি রাহুলের কাছে হেরেছিলেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এবার পাশার দান ওল্টাতে পারে।
২০১৪-র ভোটে এই ৫১টি আসনের মধ্যে থেকে ৪০টিই পেয়েছিল বিজেপি। এবারের নির্বাচনে এই পর্যায়ের ভোটে ভাল ফল করা তাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement