WB Election 2021: মৃত দলীয় কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য, বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল
ভোটের মুখে মৃত দলীয় কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য করেছিল বিজেপি। আর এ নিয়েই বিজেপির বিরুদ্ধে উঠল নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। যা নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দুর্ঘটনায় মৃত দলীয় কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য বিজেপির। যা নিয়ে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব তৃণমূল। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে দায়ের হয়েছে অভিযোগ। যদিও তা মানতে নারাজ গেরুয়া শিবির।
ভোটের মুখে মৃত দলীয় কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য করেছিল বিজেপি। আর এ নিয়েই বিজেপির বিরুদ্ধে উঠল নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। যা নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। কী ঘটেছিল? ৭ মার্চ, প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ থেকে ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় দেগঙ্গার বিশ্বনাথপুরের বাসিন্দা দীপ রায় নামে এক বিজেপি কর্মীর। দিনকয়েক আগে তাঁর বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এরপর, সোমবার দেগঙ্গার বিজেপি প্রার্থী দীপিকা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মৃতের বাড়িতে যান দলের রাজ্য সহ সভাপতি। মৃতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। আর এই ঘটনা নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা।
বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সদস্য তরুণকান্তি ঘোষ বলেন, ‘‘৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে ৷’’এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের দেগঙ্গা ১-এর ব্লক সভাপতি অরূপ বিশ্বাস জানান, ‘‘এটা নির্বাচনী বিধি ভঙ্গ । ভোটের মুখে এই পাঁচ লক্ষ টাকা কর্মীর বাড়িতে এসে জনসম্মুখে প্রদান করা এটা ভোট কেনার কৌশল মাত্র । সেই কারণে আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করেছি।’’
যদিও বিধিভঙ্গের অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, ‘‘এটা বিধিভঙ্গ নয়। আমাদের দলের লোক আমরা সাহায্য করেছি। ’’এর আগে দেগঙ্গায় সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলি ও চোখের আলো প্রকল্পে চশমা বিলি করায় তৃণমূলের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তোলে বিজেপি। এবার বিধিভঙ্গের অভিযোগ উঠল তাদেরই বিরুদ্ধে।