Loksabha Election 2024 Third Phase: '২০ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চলে যায় ২টি হাত', বুথে গিয়ে পায়ে করেই ভোট !
Third Phase Loksabha Election 2024: লোকসভা ভোটের আজ তৃতীয় দফা। ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিক অ়ঞ্চলের ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে
নাদিয়াড় (গুজরাত) : ভোট দানে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে তিনি হতে পারেন নির্বাচন কমিশনের রোল মডেল ! কারণ, শারীরিক সমস্যাকে দূরে সরিয়ে যেভাবে তিনি ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে ভোট দিলেন তা বাহবা কুড়ানোর যোগ্য। দুই হাতই না থাকায় পায়ে করে ভোট দিলেন গুজরাতের নাদিয়াড়ের বাসিন্দা অঙ্কিত সোনি। তাঁর এই উৎসাহকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
লোকসভা ভোটের আজ তৃতীয় দফা। ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিক অ়ঞ্চলের ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এই আবহেই আজ দেখা গেল অভিনব সেই দৃশ্য। ১৫-২০ বছর আগে হাত হারানো অঙ্কিত এসে ভোট দিলেন ভোটগ্রহণ কেন্দ্রে। তাও আবার পায়ে করে।
পরে তিনি বলেন, "২০ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার দু'টো হাত হারিয়ে ফেলি। কিন্তু, আমার শিক্ষক ও গুরুদের আশীর্বাদে, আমি গ্র্যাজুয়েশন করেছি..সিএস। মানুষের কাছে আমার আবেদন, আপনারা বেরিয়ে আসুন এবং ভোট দিন।"
#WATCH | Nadiad, Gujarat: Ankit Soni, a voter, casts his vote through his feet at a polling booth in Nadiad
— ANI (@ANI) May 7, 2024
He says, "I lost both my hands due to electric shock 20 years ago. With the blessings of my teachers and guru, I did my graduation, CS... I appeal to people to come out… pic.twitter.com/UPx8G5MTPz
ভোটের অভিনব ছবি এরাজ্যেও-
প্রমীলা হালদার। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপের বাসিন্দা। তথ্য অনুযায়ী, ১০৯ বছরের প্রমীলাই কাকদ্বীপ ব্লকের সবচেয়ে প্রবীণ ভোটার।
পঞ্চায়েত থেকে লোকসভা, প্রতিটি ভোটে তিনি অংশ নেন। তবে এবার বুথে গিয়ে ভোট দেবেন না। বাড়িতে ভোট নেওয়ার জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানায় প্রমীলার পরিবার। ইতিমধ্যে প্রশাসন সেই আবেদন মঞ্জুরও করেছে। এই ব্লকে ১০০ প্রবীণ ভোটার আছে বলে চিহ্নিত হয়েছে। প্রত্যেকের বাড়িতে গিয়ে ভোট নেবেন ভোট কর্মীরা।
কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের বাজারবেড়িয়ার বাসিন্দা প্রমীলা। চার ছেলে, বউমা, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার তাঁর। বয়সের কারণে হাঁটাচলা করতে পারেন না তিনি। তবে সংসারের সব খবর রাখেন বৃদ্ধা। অন্যবার বুথে গিয়ে ভোট দিলেও এবার তিনি বাড়িতেই ভোট দেবেন। তাঁর পরিবারের পক্ষ থেকে সেই আবেদন জানানো হয়েছিল। ইতিমধ্যে সেই আবেদন মঞ্জুর হয়েছে। মথুরাপুর কেন্দ্রে ভোট ১ জুন। ভোটগ্রহণের সপ্তাহখানেক আগে নির্বাচন কমিশন বিশেষ এই ভোটের ব্যবস্থা করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।