এক্সপ্লোর

I.N.D.I.A Heavyweight Candidates Result Live: বরানগরে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্ধ্যোপাধ্যায়

I.N.D.I.A Alliance Winners List Live: বিজেপি বিরোধী জোটের তারকা প্রার্থীরা কে, কোথায়, কেমন ফল করলেন, দেখুন একনজরে।

LIVE

Key Events
I.N.D.I.A Heavyweight Candidates Result Live: বরানগরে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্ধ্যোপাধ্যায়

Background

নয়াদিল্লি: বুথফেরত সমীক্ষার রিপোর্ট একযোগে খারিজ করে দিয়েছে‌ন সকলেই। লোকসভা নির্বাচনে NDA-কে হারিয়ে কেন্দ্রে সরকার গড়া নিয়ে আশাবাদী বিজেপি বিরোধী I.N.D.I.A জোট। সেই লক্ষ্যপূরণে এবছর প্রচারে কোনও খামতি রাখেনি I.N.D.I.A জোট। নিজ নিজ দলের প্রার্থীদের প্রচার যেমন ঢাকঢোল পিটিয়ে হয়েছে, তেমনই শরিক দলের প্রার্থীদের হয়েও প্রচারে গিয়েছেন বিরোধী শিবিরের নেতারা। আগামী পাঁচ বছর দিল্লির মসনদে কে থাকে, তা ফলঘোষণা সম্পন্ন হলেই স্পষ্ট হয়ে যাবে। তবে এবারের নির্বাচন I.N.D.I.A জোটের হেভিওয়েট প্রার্থীদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। (Heavyweight Candidates Result Live) রাহুল গাঁধী (Rahul Gandhi), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), মহুয়া মৈত্র (Mahua Moitra), অখিলেশ যাদব (Akhilesh Yadav), শশী তারুর (Shashi Tharoor), দীপক অধিকারী ওরফে দেব (Dev in Ghatal), ওমর আবদুল্লাদের (Omar Abdullah) রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে এবারের নির্বাচনের ফলাফলের উপর। (I.N.D.I.A Alliance Winners Losers Live Updates)

এবারের লোকসভা নির্বাচনে রাহুলের নাম বিশেষ ভাবে উল্লেখ্য। গত ১০ বছরে কম ঘাত-প্রতিঘাত পোহাতে হয়নি তাঁকে। পরিবারতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদি থেকে অমিত শাহের মুখে বার বার তাঁর নাম উঠে এসেছে। কখনও 'যুবরাজ', 'শাহজাদা' বলে কটাক্ষ করা হয়েছে, কখনও আবার 'পাপ্পু' বলে সম্বোধন  করে তাঁর রাজনৈতিক অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসবের মধ্যেই নিজেকে ঘষেমেজে নিয়েছেন রাহুল। 'ভারত জোড়ো যাত্রা', 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র মাধ্যমে হেঁটে মানুষের কাছে পৌঁছে গিয়েছেন তিনি, অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছেন নিজের ভাবমূর্তি। (I.N.D.I.A Alliance Winners List Live)

তবে এই পদযাত্রা যেমন জাতীয় রাজনীতিতে রাহুলকে প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়েছে, তেমনই পুরনো মানহানি মামলায় সাংসদ পদও বাতিল হয় তাঁর। সরকারি বাংলো ছেড়ে বেরিয়ে যেতে হয়। মামলা-মদকদ্দমা করে সংসদে প্রবেশের অধিকার বের করে আনতে হয় তাঁকে। এর ফলে মানুষের সমবেদনা কুড়োন রাহুল। কিন্তু ওয়েনাডের পাশাপাশি, মা সনিয়া গাঁধীর ছেড়ে যাওয়া রায়বরেলী কেন্দ্র থেকেও এবার প্রার্থী হয়েছেন রাহুল, যা ভাবাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। ২০১৯-এর লোকসভা নির্বাচনে অমেঠীতে স্মৃতি ইরানির কাছে পরাজিত হলে ওয়েনাড মুখরক্ষা করেছিল রাহুলের। অমেঠীতে ফের এলে না হয় কথা ছিল, কিন্তু রায়বরেলীতে যদি আশানুরূপ ফল করতে না পারেন রাহুল, অথবা রায়বরেলীর জন্য যদি ওয়েনাডকে পিঠ দেখান, তা রাহুলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে গন্য হতে পারে বলে মত বিশেষজ্ঞদের একাংশ। আবার I.N.D.I.A জোট যদি ভোটবাক্সে ভাল ফল করে, সেক্ষেত্রে রাহুল আগামী দিনে কী ভূমিকা পালন করবেন, সেদিকেও তাকিয়ে সকলে। ফলে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুলের জন্য। 

একই কথা প্রযোজ্য সংসদে জ্বালাময়ী ভাষণের জন্য পরিচিত তৃণমূলের মহুয়া মৈত্রের ক্ষেত্রেও। নরেন্দ্র মোদি সরকারের ঘোর সমালোচক, আদানি-মোদি সংযোগ নিয়ে সংসদে সরব হওয়া মহুয়া বরাবরই খবরের শিরোনামে থেকেছেন। কিন্তু সেই আদানিদের নিয়ে সংসদে প্রশ্ন করতে তিনি টাকা এবং উপহার পেয়েছিলেন বলে গত বছর অভিযোগ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই নিয়ে জল এতদূর গড়ায় যে সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। গোটা ঘটনায় মহুয়ার পাশে দাঁড়িয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কংগ্রেস, সিপিএম থেকেও সমর্থন পেয়েছেন মহুয়া। এবারে আবারও কৃষ্ণনগর থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। মহুয়াকে ঠেকাতে আবার সেখানে বিজেপি প্রার্থী করেছে রাজ পরিবারের সদস্য অমৃতা রায়কে। সবমিলিয়ে এবারের লোকসভা নির্বাচন মহুয়ার জন্য প্রেস্টিজ ফাইট। 

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তিনি কোথায় দাঁড়িয়ে, সেই নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পর তৃণমূলের রাশ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই উঠবে, অলিখিত ভাবে হলেও, তা একরকম ঠিকই হয়ে গিয়েছে। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকেই এবছর প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক। তবে শুধু জিতলেই হল না, ডায়মন্ড হারবারে অভিষেক ঠিক কত ভোটে জিতছেন, তার উপর মমতার উত্তরসূরি হিসেবে তো বটেই, সর্বভারতীয় স্তরে রাজনীতিক হিসেবে অভিষেকের গ্রহণযোগ্যতাও নির্ভর করছে। পশ্চিমবঙ্গের বাইরে দলের শাখাবিস্তারে এযাবৎ তেমন সাফল্য পাননি অভিষেক। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পাওয়া থেকে লাগাতার বিরোধীদের নিশানায় থাকা অভিষেক এবারের লোকসভা নির্বাচনেও আগাগোড়া খবরে থেকেছেন। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি-কে বিসর্জন দেওয়ার ডাক দিয়েছেন তিনি। তাই ডায়মন্ড হারবারে কী ফল করেন অভিষেক, সেদিকে তাকিয়ে সকলে। 

একদা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেস যাদব। এবারে ফের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। I.N.D.I.A জোটের অন্যতম সূত্রধর তিনি। সমাজবাদী পার্টির রাশ আগেই হাতে তুলে নিয়েছেন, দলে কাটছাঁট করতেও দ্বিধা করেননি। বাবা মুলায়ম সিংহ যাদবের ছত্রছায়া থেকে বেরিয়ে এই প্রথম বড় লড়াই অখিলেশের। উত্তরপ্রদেশে এবারে বিজেপি প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারবেন না বলে ঘোষণা করেছেন তিনি। নিজের পুরনো কেন্দ্র কনৌজে তিনি এবার কেমন ফল করেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। 

তৃণমূলের তারকা প্রার্থী দেব বরাবর সৌজন্যের রাজনীতিকে প্রাধান্য দিয়েছেন। সেই নিয়ে তৃণমূলের অন্দরেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু নিজের অবস্থান থেকে একচুল সরেননি তিনি। ঘাটাল থেকে এবার তৃতীয় বারের জন্য ভোটে লড়ছেন দেব। তাঁর বিপরীতে সতীর্থ হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। ভোটের দিন ঘাটালে দেবকে ঘিরে যে উসাহ চোখে পড়ে, তা আশা জাগালেও, কেন্দ্রীয় সংস্থার ডাক পাওয়া দেব বিতর্কও এড়াতে পারেননি। তাই রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা করেও মত পাল্টানো দেব সাফল্য ধরে রাখতে পারেন কি না, জানতে মুখিয়ে তাঁর অনুরাগী থেকে বিরোধী শিবিরের নেতারাও। 

এবারের লোকসভা নির্বাচন অস্তিত্বরক্ষার লড়াই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী, শশী তারুরের জন্যও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধীরের দ্বৈরথ নিয়ে ইতিমধ্যেই ভর্ৎসনার সুর শোনা গিয়েছে কংগ্রেস হাইকম্যান্ডের গলায়। কয়েক বছর আগে বিদ্রোহী নেতাদের তালিকায় নাম লিখিয়ে হাইকম্যান্ডের সমালোচক হিসেবে উঠে আসেন শশীও। নির্বাচন চলাকালীন তাঁর সহযোগীর আর্থিক লেনদেনও খবরে উঠে আসে। কংগ্রেসের এই দুই অভিজ্ঞ নেতা ভোটে জিতে তাঁর জবাব দিতে পারেন কি না, আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কাছেও এই নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই। উপত্যকার রাজনীতিতে আবদুল্লা পরিবারের ভবিষ্যৎ ঠিক করে দেবে এই নির্বাচন। বরামুল্লা থেকে ভোটে লড়ছেন ওমর। 

22:17 PM (IST)  •  04 Jun 2024

Mala Roy:কলকাতা দক্ষিণে জয়ী মালা রায়

কলকাতা দক্ষিণে জয়ী মালা রায়

21:46 PM (IST)  •  04 Jun 2024

Sudip Banerjee:কলকাতা উত্তরে প্রাক্তন দলীয় সতীর্থ তথা বিজেপি প্রার্থী তাপস রায়কে হারিয়ে জিতলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা উত্তরে প্রাক্তন দলীয় সতীর্থ তথা বিজেপি প্রার্থী তাপস রায়কে হারিয়ে জিতলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়।

21:21 PM (IST)  •  04 Jun 2024

Haji Nurul Islam:বসিরহাটে বিজেপির রেখা পাত্রকে হারিয়ে জয়ী তৃণমূলের হাজি নুরুল ইসলাম

বসিরহাটে বিজেপির রেখা পাত্রকে হারিয়ে জয়ী তৃণমূলের হাজি নুরুল ইসলাম

21:01 PM (IST)  •  04 Jun 2024

Isha Khan Chaudhury:বাংলায় কংগ্রেসের মান রাখলেন ইশা খান চৌধুরী

বাংলায় কংগ্রেসের মান রাখলেন ইশা খান চৌধুরী। 

20:40 PM (IST)  •  04 Jun 2024

Congress In Gujarat:১০ বছর বাদে গুজরাতে লোকসভা ভোটে আসন জয় কংগ্রেসের

১০ বছর বাদে গুজরাতে লোকসভা ভোটে আসন জয় কংগ্রেসের। বনসকণ্ঠ থেকে বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন কংগ্রেসের গেনিবেন ঠাকোর।

Load More
New Update
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Sonakshi-Zaheer Wedding: ঈশ্বর-আল্লাহ্ সাক্ষী, তোমার চোখে দেখেছিলাম..., বিয়ের পর যা লিখলেন সোনাক্ষী
ঈশ্বর-আল্লাহ্ সাক্ষী, তোমার চোখে দেখেছিলাম..., বিয়ের পর যা লিখলেন সোনাক্ষী
Weather Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া
CBI Attacked In Bihar:ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় সিবিআইয়ের উপর 'হামলা' বিহারে
ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় সিবিআইয়ের উপর 'হামলা' বিহারে
Weather Update: আসছে বৃষ্টি! বইতে পারে ঝোড়ো হাওয়া! কখন সঙ্গে রাখতেই হবে ছাতা?
আসছে বৃষ্টি! বইতে পারে ঝোড়ো হাওয়া! কখন সঙ্গে রাখতেই হবে ছাতা?
Advertisement
metaverse

ভিডিও

TMC News: কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ। ABP ANANDA LiveHirak Rajar Drabar: কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার | ABP Ananda LIVEBarasat News: বারাসাতের কাজিপাড়ায় নাবালককে খুনে নতুন তথ্য। ABP Ananda LiveCBI Attack: 'লালুপ্রসাদরা জোটধর্ম পালন করেছে', সিবিআইয়ের উপর হামলার ঘটনায় বললেন শমীক।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonakshi-Zaheer Wedding: ঈশ্বর-আল্লাহ্ সাক্ষী, তোমার চোখে দেখেছিলাম..., বিয়ের পর যা লিখলেন সোনাক্ষী
ঈশ্বর-আল্লাহ্ সাক্ষী, তোমার চোখে দেখেছিলাম..., বিয়ের পর যা লিখলেন সোনাক্ষী
Weather Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া
CBI Attacked In Bihar:ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় সিবিআইয়ের উপর 'হামলা' বিহারে
ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় সিবিআইয়ের উপর 'হামলা' বিহারে
Weather Update: আসছে বৃষ্টি! বইতে পারে ঝোড়ো হাওয়া! কখন সঙ্গে রাখতেই হবে ছাতা?
আসছে বৃষ্টি! বইতে পারে ঝোড়ো হাওয়া! কখন সঙ্গে রাখতেই হবে ছাতা?
Weekly Astrology (23-29 June, 2024): হাতে আসবে টাকা, চাকরির যোগ; নতুন সপ্তাহে ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির ?
হাতে আসবে টাকা, চাকরির যোগ; নতুন সপ্তাহে ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির ?
Long March 2-C rocket: উৎক্ষেপণের পর আকাশ থেকে খসে পড়ল রকেটের অংশ, তার পর তীব্র বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
উৎক্ষেপণের পর আকাশ থেকে খসে পড়ল রকেটের অংশ, তার পর তীব্র বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
NEET-UG Retest : সুপ্রিম কোর্টের নির্দেশ পুনরায় ১৫৬৩ জনের NEET-UG পরীক্ষা, এড়ালেন ৪৮ শতাংশ পড়ুয়াই : NTA
সুপ্রিম কোর্টের নির্দেশ পুনরায় ১৫৬৩ জনের NEET-UG পরীক্ষা, এড়ালেন ৪৮ শতাংশ পড়ুয়াই : NTA
Dividend Stock: একটা স্টক থাকলেই পাবেন ৭০ টাকা, ডিভিডেন্ড ঘোষণা করল টাটা গ্রুপের এই কোম্পানি
একটা স্টক থাকলেই পাবেন ৭০ টাকা, ডিভিডেন্ড ঘোষণা করল টাটা গ্রুপের এই কোম্পানি
Embed widget