Loksabha Election 2024: অমেঠিতে গান্ধী পরিবারের ঘনিষ্ঠকে টিকিট কংগ্রেসের, কে এই কে এল শর্মা ?
Amethi Loksabha Constituency: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীরও ঘনিষ্ঠ ছিলেন তিনি। ১৯৯১ সালে তাঁর মৃত্যুর পর গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত হয়।
নয়াদিল্লি : গতবার হারলেও, এবারও স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়তে পারেন রাহুল গান্ধী। এমন জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু, শেষমেশ অমেঠি থেকে লড়ছেন না রাহুল। তিনি লড়ছেন রায়বরেলি থেকে। অমেঠি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করল গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মাকে। কিন্তু, কে তিনি ?
কে এল শর্মা-
পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা কিশোরী লাল শর্মা। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। তিনি কংগ্রেস দল ও রায়বরেলিতে সনিয়া গান্ধীর অনুপস্থিতিতে ম্যানেজার থেকেছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। ১৯৯১ সালে তাঁর মৃত্যুর পর গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত হয়। ১৯৮৩ সালে প্রথম অমেঠিতে আসেন কে এল শর্মা। সেই সময় থেকেই এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে কাজ করছেন তিনি।
একনজরে আমেঠি কেন্দ্র-
২০১৯ সাল পর্যন্ত গান্ধী পরিবারের আধিপত্য বজায় ছিল আমেঠিতে। কিন্তু, সেবার বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। যা ছিল কংগ্রেসের কাছে বড়সড় ধাক্কা। প্রায় ৫৫ হাজার ভোটে জিতেছিলেন স্মৃতি। তার আগে ২০০৪ থেকে ২০১৯ সালে পর্যন্ত অমেঠির সাংসদ ছিলেন রাহুল। তাঁর বাবা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও অমেঠি থেকে ১৯৮১ সাল থেকে ১৯৯১ সালে তাঁর প্রয়াণকাল পর্যন্ত সাংসদ ছিলেন। ১৯৯৯ সালে এই আসনে লড়েছিলেন সনিয়া। সেবার এই কেন্দ্রে সনিয়ার জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কে এল শর্মা। পরে সনিয়া ২০০৪ সালে এই কেন্দ্র ছেড়ে দেন রাহুলকে। রাহুল এই মুহূর্তে কেরলের ওয়েইনাড কেন্দ্রের বিদায়ী সাংসদ। এই আসন থেকে এবারও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। অন্যদিকে, এবারও অমেঠি কেন্দ্র থেকেই লড়াই করছেন স্মৃতি ইরানি।
বেশ কয়েকদিনের চর্চা। দীর্ঘ আলোচনার পর শেষমেশ জাতীয় রাজনীতির অন্যতম চর্চিত দু'টি আসন উত্তরপ্রদেশের রায়বরেলি ও অমেঠি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতা করে এই রাজ্যে লড়ছে কংগ্রেস। কংগ্রসকে ১৭টি আসন ছেড়েছে সপা। সেই হিসাবে উত্তরপ্রদেশের রায়বরেলি ও অমেঠি আসন পড়েছে কংগ্রেসের ভাগে। কিন্তু, কাদের প্রার্থী করা হবে এখানে তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। অবশেষে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। রায়বরেলিতে যেমন লড়ছেন রাহুল গান্ধী, তেমনি আমেঠিতে লড়বেন কে এল শর্মা। রায়বরেলি ও অমেঠি - দুই আসনেই ভোট রয়েছে পঞ্চম দফায়, ২০ মে। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।