Election 2024: ভোট দিতে 'বাধা', কুলতলিতে ইভিএম জলে ফেললেন গ্রামবাসীরা
Kultoli EVM Thrown Into Water:ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আলোড়ন কুলতুলিতে। ইভিএম জলে ফেলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা
অনির্বাণ বিশ্বাস, কুলতলি: ভোট (Last Phase Election 2024) দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আলোড়ন কুলতুলিতে (Kultoli Chaos) । ইভিএম (EVM Thrown Into Water) জলে ফেলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। সপ্তম তথা শেষ দফার ভোট শুরু হতেই অশান্তির আবহ কুলতলিতে। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, যে ইভিএম এবং ভিভিপ্যাট ভাসতে দেখা যাচ্ছে তা যেখানে ভোটগ্রহণ পর্বে অশান্তি হয়েছে, সেখানকার ইভিএম ও ভিভিপ্যাট নয়। ৪১ এবং ৪২ নম্বর বুথের সেক্টর অফিসারের গাড়িতে যে রিজার্ভ ইভিএম রয়েছে, সেই ইভিএম-ই জলে ফেলে দেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা, এমনও জানিয়েছে কমিশন। অর্থাৎ ভোটলুঠ হয়নি, ভোটগ্রহণ বন্ধও হয়নি।
বিশদ...
গোটা ঘটনায় ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগের তির তৃণমূলের এজেন্টদের দিকে। স্থানীয়দের অভিযোগ, আজ সকালে যখন 'মক পোলিং' শুরু হওয়ার পর বিভিন্ন দলের এজেন্টরা বুথের ভিতর ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এক্ষেত্রে আঙুল তৃণমূলের দিকে। বাধা পাওয়ার পরই বিরোধীদের এজেন্টরা যখন বেরিয়ে যেতে থাকেন, তখনই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। সে সময়ই ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের সাফ বক্তব্য, নিজেদের ভোট তাঁরা নিজেরাই দেবেন।তার পরই ইভিএম মেশিন পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে শোনা যাচ্ছে, গাছের গুঁড়ি ফেলে কেন্দ্রীয় বাহিনীকে আটকানো হয়েছে। তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। খবর পেয়ে জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি কুলতলির দিকে রওনা দিয়েছেন। সব স্বাভাবিক হয়ে ভোটগ্রহণ কখন শুরু হয়, সেটিই দেখার।
আর যেখানে যা..
সপ্তম দফা ভোটের শুরু থেকেই রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন অশান্তির টুকরো ছবি উঠে আসতে শুরু করেছে। ভোটের আগের রাতেই যেমন, সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেখানে টহল দেওয়ার সময় পুলিশের উপর হামলা চালানো হয়। বিজেপির দাবি, পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। বেড়মজুরে লাঠি-ঝাঁটা নিয়ে রাতপাহারায় নামেন গ্রামবাসীরাই। এর মধ্যে, ভোট শুরুর আগেই বারাসাত লোকসভার কদম্বগাছিতে রক্ত ঝরার খবর মেলে। অভিযোগ, সেখানকার বিজেপির বুথ সভাপতির মেয়ের বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল। সপ্তম দফার ভোটের ঠিক মুখে এই ঘটনাটি ঘটে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কয়ড়া শিবতলা এলাকায়। আক্রান্ত নাবালিকা হাসপাতালে এখন চিকিৎসাধীন। শিরোনামে শুধু উত্তর ২৪ পরগনা নয়, রয়েছে দক্ষিণ ২৪ পরগনাও। ভোট শুরুর ঠিক আগেই যেমন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড়ের সাতুলিয়া এলাকায় রাতভর বোমাবাজির অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। তাজা বোমাও উদ্ধার হয়েছে এলাকা থেকে। ISF-কে ভয় দেখাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। লাঠিচার্জ করে জমায়েত হঠিয়েছে পোলেরহাট থানার পুলিশ।
আরও পড়ুন:"চোর মাচায়ে শোর", ভাঙড়ের ঘটনা নিয়ে তৃণমূলকে তোপ নৌশাদ সিদ্দিকির