Naushad Siddiqui: ডায়মন্ড হারবারে কি অভিষেক বনাম নৌশাদ? সিদ্ধান্ত নিতে পারেনি বাম-আইএসএফ
Diamond Harbor Constituency:ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নিতে পারেনি বাম ও আইএসএফ। একে অপরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ২ দলই।
অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, কলকাতা: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র (Diamond Harbor Constituency) নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নিতে পারেনি বাম ও আইএসএফ (Left And ISF Decision On Diamond Harbour)। একে অপরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ২ দলই। এদিকে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এবারে আর ইচ্ছাপ্রকাশ নয়, প্রস্তুতির কথা বললেন নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। নৌশাদের প্রার্থী হওয়াতে আপত্তি নেই সিপিএমেরও। কিন্তু তবু কি কোথাও, নৌশাদের এই কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে একটা চাপ বজার রাখছে বামেরা?
নৌশাদের বক্তব্য...
ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির বক্তব্য, 'ডায়মন্ড হারবারে লড়ার জন্য ১০০ শতাংশ প্রস্তুত আছি।' তা হলে কি হাইভোল্টেজ ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম নৌশাদ সিদ্দিকির লড়াই দেখবে বঙ্গবাসী? জল্পনা চলছিলই! এদিন আরও একবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভাঙড়ের ISF বিধায়ক নিজেই!
চ্যালেঞ্জ গ্রহণ করেছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন বলেন, 'যদি হিম্মত থাকে, লড়ে দেখাক।' ব্রিগেডের সভা থেকে এর মধ্যে ৪২ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। ডায়মন্ডহারবারে প্রত্যাশা মতোই ফের প্রার্থী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে, রাজ্যে ৪২ আসনের মধ্যে ৮টিতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ISF। যার মধ্যে নেই ডায়মন্ড হারবারের নাম! যদিও অতীতে একাধিকবার ডায়মন্ডহারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন খোদ নৌশাদ সিদ্দিকি। ভোটের দিনক্ষণ ঘোষণার পর তিনি বলেন, 'দলের একটা গঠনতন্ত্র আছে। সেখানে আলোচনা হচ্ছে। পক্ষে-বিপক্ষে মত দিচ্ছে। চূড়ান্ত ফয়সালা হয়নি। আগামিকালই আশা করছি চূড়ান্ত পর্যায়ের ফয়সালা হয়ে যাবে। আমাকে নমিনেশন করার জন্য দল অনুমোদন দেবে।' বামেরা ১৭ আসনে প্রার্থী দিলেও তাদের তালিকাতেও নেই ডায়মন্ড হারবার! তাহলে কারা লড়বে ডায়মন্ড হারবারে? ISF না বামেরা? কবে নেওয়া হবে সিদ্ধান্ত?
নৌশাদের আশা...
ভাঙড়ের বিধায়কের বক্তব্য, 'জোট সংযুক্ত মোর্চার আমি বিধায়ক। সংযুক্ত মোর্চা ছিল। এখন সংযুক্ত মোর্চা বামেরা রাখবে কি রাখবে না বামেদের ওপর নির্ভর করছে। আমরা তো জোটের জন্য এখনও দরজা খুলে রেখেছি। লেফট কী করবে দেখা যাক।বিজেপিকে হারানো, তৃণমূলকে পরাস্ত করার জন্য জোট করতে চায় কী চায় না, লেফটের ওপর নির্ভর করছে।' আর সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'উনি যখন দাঁড়াতে চাইছেন উনি দাঁড়ান। আমরা সবাই সমর্থন দেব। আমার মনে হয়, নৌশাদ সিদ্দিকি যেভাবে পাবলিকলি কমিট করেছেন যে তিনি ওখানে দাঁড়াবেন এবং তাঁর সেই দাঁড়ানোর প্রস্তাবকে যেহেতু সঙ্গীসাথী হিসেবে বামেরা সমর্থন দিয়েছে, কংগ্রেস সমর্থন দিয়েছে। ফলে ওঁর কিন্তু সেই কথা থেকে সরে আসা উচিত না। কথা থেকে সরে আসলে, লোকে ওঁকে হালকা বলে মনে করবে।' নৌশাদ সিদ্দিকির ডায়মন্ডহারবারে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে বিরোধী দলনেতার গলাতেও! তা হলে কি ডায়মন্ড হারবারে অভিষেক বনাম নৌশাদের লড়াই? নজর সকলের।