'প্রধানমন্ত্রীই অনুপ্রেরণা', স্পেশ্যাল কিছু করতে চেয়ে বিজেপিতে যোগ গম্ভীরের, জল্পনা প্রার্থী হওয়া নিয়েও
নয়াদিল্লি: সমস্ত জল্পনার অবসান। বিজেপিতেই যোগ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। শুক্রবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সদর দফতরে দুই কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতেই শাসক দলে যোগ দিলেন তিনি। দিল্লির ক্রিকেটারকে দলে সামিল করিয়ে অর্থমন্ত্রী জানালেন, “শ্রী গৌতম গম্ভীর ক্রীড়াজগতের একটি প্রসিদ্ধ নাম। দীর্ঘ সময় ক্রিকেট খেলেছেন। তিনি দিল্লিতেই জন্মেছেন, এখানেই বড় হয়েছেন। তাঁর পড়াশুনা এখানেই। দিল্লিতে সমস্ত স্তরের ক্রিকেটই খেলেছেন। অনেক সময় ধরে দিল্লির অধিনায়কও ছিলেন। হিন্দুস্তানের হয়েও ক্রিকেট খেলেছেন। আইপিএলে ২টি দলের অধিনায়ক থেকেছেন। তাঁর পারফরম্যান্স দেশকে বিশ্বকাপ জয়েও সাহায্য করেছে। তিনি আজ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। ক্রিকেট দুনিয়ায় বহুদিন কাজ করার পর এবার পার্টিতে যোগদান করছেন তিনি। আমি মনে করি ভারতীয় জনতা পার্টিতে তাঁর যোগদান একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং পার্টি এতে লাভবান হবে।”
Delhi: Former Cricketer Gautam Gambhir joins Bharatiya Janata Party(BJP) in the presence of Union Ministers Arun Jaitley and Ravi Shankar Prasad pic.twitter.com/EYmhfSSMy7
— ANI (@ANI) March 22, 2019
গৌতমের বিজেপিতে যোগদান নিয়ে একই মন্তব্য করতে শোনা যায় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকেও। গৌতম গম্ভীর নিজে জানান, তিনি প্রধানমন্ত্রীর কাজে অনুপ্রাণিত। প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে কাজ করছেন তাতে ভীষণ রকম প্রভাবিত হয়েছেন তিনি। দেশের জন্য ‘স্পেশ্যাল’ কিছু করতে চান। সেকারণেই গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা জানিয়েছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
প্রসঙ্গত, ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসরের পর গৌতমের রাজনীতিতে যোগদানের সম্ভবনা প্রবল হচ্ছিল। তিনি নিজ মুখে কিছু না জানালেও সংশ্লিষ্টমহলে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে চর্চা চলছিলই। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। ২০১৯ নির্বাচনের আগে পদ্ম শিবিরে নিজের নাম নথিভুক্ত করালেন গৌতম।
Deferred LIVE : Shri @GautamGambhir joins BJP in the presence of Shri @arunjaitley and Shri @rsprasad. https://t.co/uD8xAj0bBt
— BJP (@BJP4India) March 22, 2019
পদ্মশ্রী সম্মানে সম্মানিত এই ক্রিকেটার নয়াদিল্লি লোকসভার অন্তর্গত রাজেন্দ্র নগরের বাসিন্দা। শোনা যাচ্ছে নয়াদিল্লির ওই লোকসভা কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন তিনি। বিজেপি সূত্রের খবর, নয়াদিল্লি লোকসভার সাংসদ মীনাক্ষী লেখির পরিবর্তে গৌতম গম্ভীরকেই টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছে। যদিও এবিষয়ে এখনও পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর।