এক্সপ্লোর
Advertisement
‘ওঁর নিজস্ব মতামত!’ 'কারকারে শহিদ', প্রজ্ঞার পাশে নেই বিজেপি, মোদি ক্ষমা চেয়ে ব্যবস্থা নিন, দাবি কংগ্রেসের
বিজেপির অবশ্য দাবি, হতে পারে বেশ কয়েক বছর পুলিশি হেফাজতে ‘শারীরিক, মানসিক নির্যাতন’ সয়েছেন বলে যন্ত্রণা থেকে ওকথা বলেছেন তিনি। বিজেপি বিশ্বাস করে, কারকারে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়ে মারা গিয়েছেন।
নয়াদিল্লি: হেমন্ত কারকারে সম্পর্কে ভোপাল লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রজ্ঞা সিংহ ঠাকুরের বিতর্কিত মন্তব্যে সায় নেই বিজেপির। প্রজ্ঞার দাবি, তাঁর অভিশাপেই ২৬/১১-র মুম্বই সন্ত্রাসবাদী হামলার সময় মরতে হয় প্রাক্তন সন্ত্রাসবাদ দমন স্কোয়াডের প্রধান কারকারেকে। কিন্তু এ নিয়ে প্রজ্ঞার থেকে দূরত্ব তৈরি করে বিজেপি জানিয়ে দিল, এটা ওঁর নিজস্ব মতামত। দল মনে করে, কারকারে সন্ত্রাসবাদীদের রুখতে গিয়ে বীরের মৃত্যুবরণ করেছেন। বিজেপি তাঁকে সবসময় শহিদ বলে দেখে।
মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত স্বাধ্বী প্রজ্ঞা ভোপালে দলীয় কর্মীদের সভায় বলেন, হেফাজতে তাঁর ওপর ‘অত্যাচার’ করায় কারকারেকে তিনি ‘অভিশাপ’ দেন, তাতেই মারা যান তিনি।
বিজেপির অবশ্য দাবি, হতে পারে বেশ কয়েক বছর পুলিশি হেফাজতে ‘শারীরিক, মানসিক নির্যাতন’ সয়েছেন বলে যন্ত্রণা থেকে ওকথা বলেছেন তিনি। বিজেপি বিশ্বাস করে, কারকারে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়ে মারা গিয়েছেন। ভোটের বাজারে বিরোধীরা স্বাধ্বীর বক্তব্য লুফে নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে পারে ভেবেই ড্যামেজ কন্ট্রোল করতেই বিজেপি তাঁর মন্তব্যে সায় না দিয়ে এই ব্যাখ্যা দিল বলে মনে করা হচ্ছে।
शहीदों का ये अपमान, नहीं सहेगा हिंदुस्तान!
भाजपाइयों ने किया 26/11 के शहीद हेमंत करकरे को देशद्रोही घोषित करने का अक्षम्य जुर्म!
भाजपाई देशद्रोह का चेहरा हुआ उजागर!
हमारा बयान-: pic.twitter.com/O0TzDYHOGC
— Randeep Singh Surjewala (@rssurjewala) April 19, 2019
এদিকে কংগ্রেস দাবি করেছে, প্রজ্ঞার মন্তব্যের জন্য ক্ষমা চান নরেন্দ্র মোদি। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার বক্তব্য, সন্ত্রাসবাদ মোকাবিলা করে দেশরক্ষা করতে গিয়ে জীবন দেওয়া প্রত্যেক জওয়ানকে অপমান করেছেন প্রজ্ঞা। তিনি ট্যুইট করেন, মোদিজি, ২৬/১১-র শহিদ হেমন্ত কারকারেকে প্রতারক বলার মতো অপরাধ করতে পারেন একমাত্র বিজেপি নেতারাই। সন্ত্রাসবাদের সঙ্গে লড়ে ভারত মাতার জন্য প্রাণ দেওয়া প্রতিটি ভারতীয় সেনার অপমান এটা। দেশের কাছে ক্ষমা চান, প্রজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিন।
দলীয় কর্মীদের সামনে প্রজ্ঞা মালেগাঁও বিস্ফোরণ মামলায় তাঁকে ফাঁসিয়ে, কোনও প্রমাণ ছাড়া জেলে আটকে রেখে কারকারে দেশবিরোধী কাজ করেছেন বলেও অভিযোগ করেন। বলেন, উনি দেশদ্রোহিতা, ধর্মবিরোধী কাজ করেছেন।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement