(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election 2024: ভোটের পর আজ সাতসকালে শ্যুটআউট, মৃত ১, গুলিবৃষ্টিতে গুরুতর জখম ২..
Bihar Shootout Case: আজ সকালে বিজেপি ও আরজেডি সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলি চলার অভিযোগ, মৃত ১, গুলিবৃষ্টিতে জখম ২ জনের অবস্থা গুরুতর..
নয়াদিল্লি: গতকাল ছিল লোকসভা ভোট (Lok Sabha Election 2024 )। ভোটের পর ২৪ ঘণ্টা পেরোনোর আগেই মর্মান্তিক ঘটনা বিহারের ছাপরায়। আজ সকালে বিজেপি ও আরজেডি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলে বলে অভিযোগ(Bihar Chapra BJP RJD Clash)। আর তারই মাঝে বেশ কয়েক রাউন্ড গুলি চলার অভিযোগ। আর সেই গুলিতে ১ জনের মৃত্যু হয়েছে। গুলিবৃষ্টিতে জখম ২ জনের অবস্থা গুরুতর। আহতদের নিয়ে আসা হয়েছে পাটনায়।
বিহারে BJP -RJD সমর্থকদের মধ্যে সংঘর্ষ-শ্যুটআউট, হিংসার ঘটনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ
সোমবার ছিল এই রাজ্যে ভোট। এদিকে লোকসভা নির্বাচন হতে না হতেই মর্মান্তিক ঘটনার সাক্ষী বিহারের ছাপরা।বিজেপি ও আরজেডি সমর্থকদের মধ্যে সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষ এতটাই ভয়বাহ রূপ নেয় যে, শেষ অবধি গুলিবর্ষণও শুরু হয়। আর সেই গুলিতেই বিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ১ জন। গুরুতর জখম একাধিক জন। ইতিমধ্যেই এই ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় প্রশাসনের দিকে আঙুল তুলে স্লোগান চলে। পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে, আগামী দুই দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ওই এলাকায়। স্থানীয় স্কুল কর্তৃপক্ষও অভিভাবকদের বিশেষ বার্তা পাঠিয়েছেন। শিশুদের ঘরে রাখতে বলা হয়েছে।
ভোট পরবর্তী হিংসা
অপরদিকে, পশ্চিমবঙ্গেও ভোট পরবর্তী হিংসায় যবনিকা পড়েনি। ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসা অভিযোগ মুর্শিদাবাদে। কোথাও সিপিএম কর্মীকে মারধর অভিযোগ উঠল, কোথাও ছররা গুলিতে আহত হলেন ৩ শিশু সহ ৫ জন। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে কংগ্রেস-সিপিএম। অভিয়োগ অস্বীকার করেছে তৃণমূল। কোথাও ভোটারদের বাধা, কোথাও সিপিএমের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই মঙ্গলবার ভোট সম্পন্ন হয় মুর্শিদাবাদে। কিন্তু ভোট মিটতেই ফের অশান্তি। কোথাও চলল ছররা গুলি। কোথাও মহিলা সিপিএম কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। উভয় ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
আরও পড়ুন, বাম প্রার্থী সৃজনের ভোটের প্রচারে 'বাধা', গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)