Lok Sabha Election 2024: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার শ্যামপুর, আহত এক শিশু সহ ৫..
Howrah Post Poll Violence: বিজেপির বুথ সভাপতির পরিবারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কী বলছে শাসকদল ?
হাওড়া: ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত হাওড়ার শ্যামপুর। বিজেপির বুথ সভাপতির পরিবারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার ঘটনায় এক শিশু সহ ৫ জন আহত হয়েছে বলে খবর।
গতকাল নির্বাচনের পর বুথ সভাপতি বিবেকানন্দ পোল্যেকে বারবার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই আজ সকালে বুথ সভাপতির বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। হামলার ঘটনায় আহত এক শিশু সহ ৫। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্যামপুর থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি পারিবারিক বিবাদে রাজনীতির রং লাগানো হচ্ছে।
প্রসঙ্গত, গতকাল পঞ্চম দফার ভোটে রক্ত ঝরেছে হাওড়ায়। তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র উনসানি। কেন্দ্রীয় বাহিনীর সামনে মারপিট। রক্তাক্ত বিজেপি সমর্থক। বালির শান্তিরাম স্কুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ঘিরে বিক্ষোভ। অভিযোগ, মোবাইল ফোন নিয়ে বুথে ঢুকতে দিচ্ছেন না জওয়ানরা। খবর পেয়ে এলাকায় যান বালির তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায়। বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়েছিল বালি থানার সামনের রাস্তা।
সালকিয়ার অরবিন্দ রোডে বহুতলের গেটে তালা আটকে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।অভিযোগ, গতকাল সকালে বাইকে চড়ে আসে ১০-১২ জন ব্যক্তি। নিরাপত্তারক্ষীকে তালা ঝুলিয়ে দিতে বলে তারা। রাজি না হলে গুলি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় ২ ঘণ্টা আটকে ছিলেন বহুতলের বাসিন্দারা। পরে কেন্দ্রীয় বাহিনী এসে তালা খুলে দিলে ভোটাররা ভোটকেন্দ্রে যান।
লিলুয়া ডনবস্কো স্কুলের সামনে আবাসনে বোমাবাজির অভিযোগ।আবাসিকদের দাবি, তৃণমূল-বিজেপি দু’পক্ষই ভোট না দেওয়ার জন্য তাঁদের হুমকি দেয়। খবর পেয়ে এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। হাওড়া লোকসভার বেলুড়ে সোহনলাল গার্লস স্কুলের ১৫০ নম্বর বুথে তৃণমূল এজেন্টের আপত্তিতে একঘণ্টা বন্ধ ছিল ভোটগ্রহণ। তৃণমূল এজেন্ট অভিযোগ করেন, ভোটের হিসেবে গরমিল হচ্ছে EVM-এ। প্রিসাইডিং অফিসারও স্বীকার করেন। এরপরই বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া। বুথের বাইরে জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। যদিও নির্বাচন কমিশন ভোট বন্ধ রাখা যাবে না বলে জানালে একঘণ্টা পর ফের শুরু হয় গতকাল ভোটগ্রহণ।
আরও পড়ুন, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় বড় পদক্ষেপ আদালতের, তলবের মুখে আরও ৪
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।