Lok Sabha Election 2024: উত্তরপ্রদেশের ১টি আসনে প্রার্থী দিল তৃণমূল, টিকিট কাকে ?
TMC News: সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে জানাল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)।
কলকাতা : লোকসভা ভোটে উত্তরপ্রদেশে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেসও। তবে, একটি মাত্র আসনেই লড়বে ঘাসফুল শিবির। উত্তরপ্রদেশের ভাদোহি আসন থেকে লড়বে তৃণমূল। ললিতেশপতি ত্রিপাঠীকে টিকিট দেওয়া হয়েছে। আজ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)।
AITC, under the guidance and inspiration of Hon’ble Chairperson Smt. @MamataOfficial , we are pleased to announce the @AITC4UP candidate from the Parliamentary Constituency of Bhadohi seat. pic.twitter.com/ew6veA5c1u
— All India Trinamool Congress (@AITCofficial) March 15, 2024
২০২১ সালে উত্তরপ্রদেশ কংগ্রেসে ভাঙন ধরায় তৃণমূল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন রাজেশপতি ত্রিপাঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একইসঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন ললিতেশপতি ত্রিপাঠী। উত্তরপ্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ছিলেন ললিতেশপতি।
উত্তরপ্রদেশের দুই নেতা দলে যোগ দেওয়ার পর মমতা বলেন, "অখিলেশ আমার ছোট ভাইয়ের মতো। আমরা আমাদের কাজ করব। মানুষের কথা বলবে তৃণমূল কংগ্রেস। প্রাদেশিক দলগুলিকে আমরা শ্রদ্ধা করি। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।"
যদিও ললিতেশপতি ত্রিপাঠী তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে ঘাসফুল শিবিরকে একহাত নেন অধীর চৌধুরী। তিনি বলেছিলেন, "কংগ্রেসের লোক ভাঙিয়ে কী হবে ? বিজেপির লোক ভাঙাক ! দিদির হয়ে প্রশান্ত কিশোর মার্কেটিং করে বেরিয়ে কবে কে কংগ্রেস করেছে তাঁকে দলে নিয়েছে। তৃণমূল উত্তরপ্রদেশ দখল করে নিক না ! আমরা তো খুশি হব। কিন্তু কংগ্রেসের লোক ভাঙিয়ে কী হবে ? বিজেপির লোক ভাঙাক!" যদিও কংগ্রেস নয়, উত্তরপ্রদেশে বিজেপির বিকল্প হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই , তৃণমূলে যোগ দিয়ে একথা বলেছিলেন ললিতেশপতি। সেই ললিতেশপতিকেই এবার প্রার্থী করল তৃণমূল।
শুক্রবার সমাজবাদী পার্টি তাদের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করে। ছয় জনের নাম ঘোষণা করে তারা। এনিয়ে মোট ৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করল অখিলেশ যাদবের দল। তালিকার ঘোষণার সময় সপার তরফে জানিয়ে দেওয়া হয়, ভাদোহি আসনটি তারা শরিক দল তৃণমূল কংগ্রেসের জন্য ছেড়ে দিচ্ছে।
এর আগে সপা ৩১টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। এদিকে, বারাণসী আসনটি ইন্ডিয়া জোটের বৃহত্তম শরিক কংগ্রেসকে দেওয়া হয়েছে। তাই ওই এলাকা থেকে নিজেদের সরিয়ে আনতে হবে সমাজবাদী পার্টির প্রার্থীকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে