Lok Sabha Election 2024: ভোট শেষ হতেই BJP-র পোলিং এজেন্টের রহস্যমৃত্যু, 'খুন করে ঝুলিয়ে..'
Monteswar BJP Agent Death Mystery : মন্তেশ্বরে বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে..
পূর্ব বর্ধমান: সবে ১৩ মে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024 ) হয়ে গিয়েছে পূর্ব বর্ধমানে। আর ভোট শেষ হতেই বিজেপির পোলিং এজেন্টের রহস্যমৃত্যু (BJP Polling Agent Death Mystery)। মন্তেশ্বরে বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা, পাল্টা দাবি তৃণমূলের।
হতাশার থেকেই এই ধরণের ঘটনা ঘটতে পারে : দিলীপ ঘোষ
এদিন দিলীপ ঘোষ বলেন, 'ওখানে একটা ভয়ের পরিবেশ থাকেই সবসময়। ভোট প্রভাবিত হয়। এবার পারেনি ওরা। ভোট হয়েছে, গ্রামে গ্রামে। তো তারপরে ধমক-টমকও দেওয়া হয়েছিল।আপনারা দেখেছেন, আমি যখন গিয়েছি, বিভিন্ন জায়গায়, তখন আমাকে আটকানোর চেষ্টা হয়েছে। হতাশার থেকেই এই ধরণের ঘটনা ঘটতে পারে।এটাকে পুলিশ সুইসাইড বলে চালাচ্ছে। কিন্তু যেখানে হত্যা হয়েছে, বা মৃতদেহ উদ্ধার হয়েছে, তাঁর বাড়ির সামনে, সে সারারাত যাত্রা দেখে বাড়ি ফিরেছিল। সেখানেই তাঁকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে। আমাদের ধারণা ওকে হত্যা করা হয়েছে।আর সেই জন্য আমরা আন্দোলন করছি, দোষীকে সাজা দেওয়ার জন্য।'
এই মন্তেশ্বরেই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল
সম্প্রতি এই মন্তেশ্বরেই, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। মন্তেশ্বর থেকে বর্ধমান শহর। চতুর্থ দফার ভোটে দিনভর দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল।ভাঙচুর করা হয়েছিল কনভয়ের গাড়ি। মাথা ফাটল বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের।তাদেরই লাঠির বাড়িতে জখম হয়েছিলেন একজন। যার বিরুদ্ধে সরব হয় তৃণমূল।
আরও পড়ুন, বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, পূর্ব মেদিনীপুরে ৪ জনের মৃৃত্যু..
প্রসঙ্গত, রাজ্যে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ রাজ্যে প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে। উনিশের লোকসভা ভোটের পরেও বারবার এর জ্বলন্ত উদাহরণ এসেছে সামনে। একুশের বিধানসভা ভোটের শুরুর একেবারে দোরগোড়াতেও এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে রাজ্য।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।