Lok Sabha Election 2024: 'সিপিএমের কেউ BJP-তে যায়নি..', ভোটের আগে 'বাড়ি গিয়ে' জনসংযোগ বাম প্রার্থী দীপ্সিতার
Dipsita Attacks TMC BJP: জনসংযোগ করতে গিয়ে তৃণমূল ও বিজেপিকে এক হাত নিলেন বাম প্রার্থী দীপ্সিতা, কী দাবি তাঁর ?
সুনীত হালদার, হাওড়া: ২০ মে হাওড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার বাঁকরা রাজীব পল্লী থেকে দোতলা মোড় পর্যন্ত জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর (CPIM Candidate Dipsita Dhar)। বললেন, 'এবার এখানে লাল আবির খেলা হবে।'
এদিন তিনি বলেন , তারা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কাজ শেষ করছেন। এরপর বুথ স্তরের দলীয় কর্মীদের নিয়ে মিটিং করা হবে। শেষ পর্যায়ের কাজ চলছে। এই কেন্দ্রে এবার লাল আবির খেলা হবে। চতুর্থ দফার ভোটে অশান্তি প্রসঙ্গে বলেন, তাঁরা কোনও অশান্তি চাইছেন না। অশান্তির জন্য দায়ি তৃণমূল কংগ্রেস (TMC)। তবে এবারে তাদের কর্মীদের গায়ে হাত পড়লে পাল্টা প্রতিরোধ করা হবে। এদিন তিনি আরও বলেন,' তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তার কারণ তৃণমূলের বিধায়ক এবং সাংসদরা জেতার পর তারা বিজেপিতে যোগদান করেছে। কিন্তু সিপিএমের কেউ বিজেপিতে যায়নি। বা কেউ এনডিএ র মন্ত্রিসভাতেও ছিল না। সুতরাং তৃণমূলের মুখে ওসব কথা সাজে না।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীর বাগ্যুদ্ধে কিছুদিন আগেই সরগরম হয়ে উঠেছিল ভোটের ময়দান। সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বলেছিলেন , এমন একজন MP রেখে লাভ কী, যাঁকে চোখে দেখা যায় না। ওই একটা সিনেমা ছিল না, মিস্টার ইন্ডিয়া। তাতে হাতে ঘড়ি পরলে অনিল কপূর অদৃশ্য হয়ে যেত। আমাদের এমপির অবস্থাও তাই। পাশাপাশিতৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মিস ইউনিভার্স দেশ-বিদেশ সমস্ত ঘুরে বেড়িয়েছেন, মিস ইউনিভার্স। তো মিস ইউনিভার্স ঘুরে বেড়িয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি। '
ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল-বিজেপি-সিপিএম।গত ২৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে নিজের আয়-ব্যয়ের হিসেব দিয়েছেন দীপ্সিতা।হলফনামা অনুযায়ী, রিসার্চ স্কলার দীপ্সিতার আয়ের উৎস বলতে শুধুমাত্র ব্যাঙ্কের সুদ। ২২-২৩ সালে সিপিএম প্রার্থীর কোনও আয় ছিল না। মনোনয়ন পেশের সময় দীপ্সিতার হাতে নগদ ছিল ২০ হাজার টাকা৷ হলফনামা অনুযায়ী, সিপিএম প্রার্থীর ব্যাঙ্ক ব্যালেন্স ৪ লক্ষ ৭৯ হাজার ৮৯ টাকা। এছাড়া সিপিএম প্রার্থীর কোনও গাড়ি বা সোনাদানা নেই।
আরও পড়ুন, দলীয় পতাকা খুলে ফেলার মাশুল, ২ TMC কর্মীকে হাসপাতালে পাঠাল ISF কর্মীরা..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।