Lok Sabha Election Result 2024: NDA জোট আঞ্চলিক দাবিকে গুরুত্ব দেবে, প্রত্যেক শরিকই গুরুত্বপূর্ণ: মোদি
Modi On NDA Meet: আজ NDA বৈঠকের পর ট্যুইটে ছবি পোস্ট, কী বললেন নরেন্দ্র মোদি ?
নয়াদিল্লি: তৃতীয়বার সরকার গঠনের তোড়জোড় নরেন্দ্র মোদির। আজ দিল্লিতে এনডিএ-র রণকৌশল বৈঠক। আজ NDA বৈঠকের পর ট্যুইটে ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। এদিন মোদি বলেন, 'আঞ্চলিক দাবিকে গুরুত্ব দেবে NDA জোট। প্রত্যেক শরিকই গুরুত্বপূর্ণ।'
মোদি বলেছেন, 'আঞ্চলিক দাবিকে গুরুত্ব দেবে এনডিএ জোট। প্রত্যেক শরিকই গুরুত্বপূর্ণ। বিকশিত ভারত গড়ে তোলার জন্য কাজ করব। ১৪০ কোটি দেশবাসীর জন্য কাজ করব।' সূত্র মারফত খবর, এনডিএ-কে সমর্থনপত্র দিলেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডু। শুক্রবার এনডিএ-র পরবর্তী বৈঠকের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ। নীতীশ-চন্দ্রবাবুকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে যাবেন জেপি নাড্ডা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য, নরেন্দ্র মোদিকে ভরসা করতে হচ্ছে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর ওপরই। পাশাপাশি চলছে রাজনৈতিক দৌত্য়ও।
Met our valued NDA partners. Ours is an alliance that will further national progress and fulfil regional aspirations. We will serve the 140 crore people of India and work towards building a Viksit Bharat. pic.twitter.com/ENo9b5ye4J
— Narendra Modi (@narendramodi) June 5, 2024
দিল্লির পাওয়ার করিডরে সক্রিয় 'N'-ফ্যাক্টর। নরেন্দ্র মোদির একার পক্ষে এবার সরকার গড়া সম্ভব নয়।কিন্তু NDA-র হাতে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্য়া আছে। কিন্তু আগামী ৫ বছর নির্বিঘ্নে সরকার চালাতে হলে বিহারের নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডুর ওপরই ভরসা করে চলতে হবে মোদিকে। এই পরিস্থিতিতে বুধবার দিল্লিতে বৈঠকে বসে এনডিএ। নরেন্দ্র মোদি থেকে নীতীশ কুমার-চন্দ্রবাবু নায়ডু,চিরাগ পাসোয়ান থেকে একনাথ শিন্ডের মতো এনডিএ শরিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।মোদির পাশেই বসেছিলেন নায়ডু ও নীতীশ। বৈঠকের ওপর ঐক্য়বদ্ধ চেহারাও তুলে ধরার চেষ্টা করে তারা।
Honoring the mandate given by the people of our country, all NDA partners unanimously endorsed Shri @narendramodi Ji as our coalition leader at a meeting held in Delhi today. Under his able leadership, we shall all strive to ensure that our country continues to prosper and emerge… pic.twitter.com/qv7tXrglfe
— N Chandrababu Naidu (@ncbn) June 5, 2024
আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।