Sukanta Majumdar: 'বাঙাল, তবে পছন্দ চিংড়ি', প্রচারে বেরিয়ে সুস্থ থাকতে কী ডায়েট করছেন সুকান্ত মজুমদার?
BJP Sukanta Majumdar: মনোনয়ন জমা দেওয়ার আগে জীবনের অজানা কথা জানালেন সুকান্ত মজুমদার।
অরিত্রিক ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুর: প্রিয় খাবার কী, প্রচারে বেরিয়ে শরীর সুস্থ রাখতে মানছেন কোন ডায়েট? মনোনয়ন জমা দেওয়ার আগে জীবনের অজানা কথা জানালেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
নিজের কেন্দ্রের দায়িত্ব তাঁর আবার রাজ্য সভাপতি হিসাবে ৪২টি লোকসভা কেন্দ্রের দায়ও তাঁরই তাই লোকসভা ভোটের আগে এখন সদা ব্যস্ত সুকান্ত মজুমদার। আর এই প্রচণ্ড গরমে, প্রচারে ঝড় তুলতে হলে, নিজেকে ফিট রাখাটাও একান্তই প্রয়োজন খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও তাই অত্যন্ত সতর্ক বিজেপির রাজ্য সভাপতি।
বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, 'আমি সাধারণত হালকা খাবার পছন্দ করি। এখন প্রচারের ব্যস্ততায় কর্মীদের বাড়ি খেতে হচ্ছে। তবে বাড়ির খাবার পেলে বেশি ভাল হয়।'
বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন সুকান্ত মজুমদার।তার আগে প্রতিপক্ষের উদ্দেশে হুঁশিয়ারি বদলে তার গলায় শোনা গেল ইলিশ, চিংড়ির গল্প। সুকান্তর কথায়, আমি বাঙাল। পছন্দের তালিকায় ইলিশ। তবে ইলিশ সিজানাল বলে বেশি চিংড়ি হয়।
মনোনয়ন জমা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দিনে কী খেলেন সুকান্ত মজুমদার?
ভাত, আলু পটলের তরকারি, সজনে ডাঁটার তরকারি, মাছের ঝোল, কুলের চাটনি, টক দই।
চিকিৎসকরা বলছেন গরমে শরীর ঠান্ডা রাখতে প্রতিদিন পাতে রাখা উচিত টক দই। এছাড়াও সজনে ডাঁটায় রয়েছে ভিটামিন এ, সি এবং ই। পাশাপশি, ক্যালশিয়াম, পটাশিয়াম এবং আয়রনের গুণে সমৃদ্ধ এই সব্জি হাড় ভাল রাখতে এবং বিপাকহার উন্নত করতেও সাহায্য করে।
তাই লড়াইয়ের ময়দানে শরীর ঠিক রাখতে সঠিক পথেই আছেন বালুরঘাটের হেভিওয়েট বিজেপি প্রার্থী। তবে এত গেল দুপুর। বিকেলে সুকান্ত মজুমদারকে প্রচারের মাঝে পাওয়া যায় ঝাল মুড়ির দোকানে, সঙ্গে আবার চা, প্রচার আর প্রচারের ফাঁকে একটু আড্ডা।
আরও পড়ুন, উদ্বোধনের পর থেকেই ঠাসা ভিড়, ১৭ দিনে কত যাত্রী গঙ্গার নীচের মেট্রোয়? পরিসংখ্যানে চমক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে