(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Elections 2024: ‘টাকা দিয়ে থাকলে হিসাব দেখাক’, BJP-র উপর চাপ বাড়াতে অভিষেকের বাণীই হাতিয়ার তৃণমূলের
Abhishek Banerjee: আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আক্রমণের ধার বাড়াচ্ছে তৃণমূল।
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। প্রচারে এসে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব বড় বড় দাবি করলেও, আসলে গত তিন বছরে বাংলাকে প্রাপ্য ১০ পয়সাও দেয়নি বলে অভিযোগ করেছেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু অভিযোগ তোলাই নয়, বিজেপি-কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, টাকা দিয়ে থাকলে লেনদেনের তথ্য প্রকাশ করুক বিজেপি, মুখোমুখি তাঁর সঙ্গে বসুন দলের নেতারা। অভিষেকের সেই চ্যালেঞ্জে ভর করেই লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের উপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে ঘাসফুল শিবির। (Lok Sabha Elections 2024)
আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আক্রমণের ধার বাড়াচ্ছে তৃণমূল। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবং বিজেপি নেতৃত্বকে লাগাতার শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক। ময়নাগুড়ি এবং বেলদার সভা থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। লোকসভা নির্বাচনের আগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ প্রসঙ্গ টেনেই সরাসরি রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিল রাজ্যের শাসক দল।
এদিন বিজেপি-র উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "৭৬ ঘণ্টা আগে আমাদের সর্বভারতীয় সম্পাদক, মাননীয় সাংসদ একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আগামী কাল উনি বালুরঘাটে 'জনগর্জন' সভা করতে যাচ্ছেন। বিজেপি-র রাজ্য সভাপতি ওখানকার সাংসদ, দ্বিতীয়বারের প্রার্থীও। তিনিই জায়গা ঠিক করুন। বালুরঘাটের যেখানে বলবেন, অভিষেক যাবেন।"
ব্রাত্য আরও বলেন, "এই যে দিনের পর দিন প্রধানমন্ত্রী এখানে আসছেন বলছেন যে তাঁরা টাকা দিয়েছেন, সেটা নিয়ে মুখোমুখি হোন না! আপনারা আপনাদের কাগজ নিয়ে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা আমাদের কাগজ নিয়ে বসব। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। আমরাও শ্বেতপত্র প্রকাশ করছি। তাহলেই পরিষ্কার হয়ে যাবে টাকা দিয়েছে, না দেয়নি। "
তৃণমূলের এই চ্যালেঞ্জ যদিও গুরুত্ব দিয়ে দেখছেন না রাজ্য বিজেপি-র নেতৃত্ব। দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই যখন কেউ শুনছেন না, তাঁর অধস্তন ব্রাত্য বসুর কথা কে শুনবে? এসব না বলে এই যে বার বার SLST চাকরিপ্রার্থীদের সঙ্গে বার বার বৈঠক করছেন, মাদ্রাসায় যাঁরা শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন, সেই তালিকা প্রকাশ করুন। স্কুলগুলি তো উঠে যাচ্ছে? সেটা দেখুন। ওগুলোর জন্য তো আর বিজেপি দায়ী নয়!"
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে নিয়ে সম্প্রতি সোশাল মিডিয়ায়তেও বিজেপি-র সঙ্গে বাকযুদ্ধে জড়ান অভিষেক। বৃহস্পতিবার সোশ্যালে তিনি লেখেন, '
পাবলিক ফান্ড নষ্ট করে বিজেপি মিথ্যে কথা ছড়াচ্ছে। আমি 'ওয়ান অন ওয়ান' বিতর্কসভায় শ্বেতপত্র প্রকাশের জন্য বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ করছি। ২০২১-এ বঙ্গে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ প্রকল্পে এক পয়সাও বরাদ্দ হয়েছে কিনা প্রমাণ দিন'।
এর জবাবে বঙ্গ বিজেপির তরফে অভিষেকের উদ্দেশে পোস্টে লেখা হয়, 'আপনার পছন্দমতো সময় এবং জায়গা ঠিক করুন। ডিবেটে আমরা যুব মোর্চার একজন কার্যকর্তাকে পাঠাব'। অভিষেক জানান, তাঁর ঔদ্ধত্য নেই, যুব মোর্চার কারও সঙ্গে বসা নিয়ে ছুঁৎমার্গ নেই তাঁর। শ্বেতপত্র নিয়ে আসুন বিজেপি-র যে কেউ। এর পর বিজেপি জানায়, অভিষেকের সঙ্গে একফ্রেমে আসা তাদের জন্য অবমাননাকর। তাই তৃণমূলের অভিযোগ, প্রমাণ দিতে পারবে না বলেই বিজেপি চ্যালেঞ্জ এড়িয়ে যাচ্ছে। সেই নিয়েই এবার চাপ আরও বাড়ানোর কৌশল নিচ্ছে তারা।