WB Congress Candidate List: উত্তর কলকাতায় হেভিওয়েট নেতা, বহরমপুরে অধীরই, কংগ্রেসের প্রার্থিতালিকায় থাকছে চমক
Lok Sabha Elections 2024: এখনও পর্যন্ত যা খবর মিলেছে, সেই অনুযায়ী, মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীই প্রার্থী হচ্ছেন।
কলকাতা: জোটের শরিক সিপিএম ১৬ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবার প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে কংগ্রেসও। রবিবার বিকেলে বা সোমবার প্রার্থী ঘোষণা করতে পারে তারা। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, ১০ থেকে ১২ আসনে প্রার্থী ঘোষণা করা হতে পারে আপাতত। বামেদের সঙ্গে নির্বাচনী বোঝাপড়ার কথা মাথায় রেখেই বেশ কিছু আসনে কংগ্রেস প্রার্থী না দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। (WB Congress Candidate List)
এখনও পর্যন্ত যা খবর মিলেছে, সেই অনুযায়ী, মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীই প্রার্থী হচ্ছেন। আপাতত একদফার প্রার্থিতালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। উত্তর কলকাতা থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রদীপ ভট্টাচার্য। এর আগে, দু'বার রাজ্যসভার সাংসদ ছিলেন প্রদীপ। তবে উত্তর কলকাতায় প্রার্থী হতে প্রদীপ তৈরি কি না জানা যায়নি। (Lok Sabha Elections 2024)
উত্তর কলকাতায় প্রদীপকে প্রার্থী করার নেপথ্যে বিশেষ কৌশল রয়েছে কংগ্রেসের। দলীয় সূত্রে খবর, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া তাপস রায় সম্ভবত উত্তর কলকাতায় গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন। তৃণমূলের উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্য়োপাধ্যায়। তাপস এবং সুদীপের মধ্যেকার দ্বন্দ্বের কথা কারও অজানা নয়। তাই সেখানে হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রদীপকে নামানোর কথা ভাবছে কংগ্রেস।
আরও পড়ুন: Loksabha Election 2024: অভিনয়ের আঙিনা থেকে রাজনীতির ময়দানে, হুডখোলা গাড়িতে চড়ে প্রচার রচনার
পাশাপাশি, পুরুলিয়া আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নেপাল মাহাত। যদিও ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এ নিয়ে কিছু জটিলতা রয়েছে কংগ্রেসের। ফরওয়ার্ড ব্লক পুরুলিয়া আসনটি ছাড়তে নারাজ। শেষ মুহূর্তে জট কাটবে কি না দেখার। রায়গঞ্জ থেকে কংগ্রেসের টিকিটে লড়তে পারেন আলি ইমরান রামজ। এছাড়াও, কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন দার্জিলিঙে বিনয় তামাং, মালদা দক্ষিণে ইশা খান চৌধুরী, মালদা উত্তরে মুস্তাক আহমেদ। মূলত বামেদের সঙ্গে সমঝোতার কথা মাথায় রেখেই কয়েকটি আসনে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
আরও বেশ কয়েকটি নিয়ে আলোচনা চলছে। রায়গঞ্জে দীপা দাসমুন্সি প্রার্থী হন কি না, আলোচনা চলছে দলের অন্দরে। কংগ্রেসের প্রার্থিতালিকা সাধারণত AICC-ই তৈরি করে। আরও বেশ কয়েকটি রাজ্যের প্রার্থিতালিকাও একই সঙ্গে প্রকাশ করা হতে পারে। এদিনই অধীরকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের ফিরহাদ হাকিম। অধীর বিজেপি-র দালালি করছেন বলে মুর্শিদাবাদে দাঁড়িয়েই অভিযোগ তুললেন ফিরহাদ। বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। সেই নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অধীর। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে প্রার্থী হলেও, হারিয়ে দেখাতে পারেন বলে জানিয়েছিলেন, তারই পাল্টা অধীরকে তীব্র নিশানা করেন ফিরহাদ।