এক্সপ্লোর

Elections 2024: রাহুল গাঁধী থেকে ওম বিড়লা, দ্বিতীয় দফায় হাইভোল্টেজ লড়াই একাধিক কেন্দ্রে! ৮৮ আসনের ভাগ্য নির্ধারণ করবেন ১৫ কোটি ৮৮ লক্ষ ভোটার

Second Phase Polling:১৯ এপ্রিলের পর, আজ দেশজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ১২টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে আজ।

কলকাতা: ১৯ এপ্রিলের পর, আজ দেশজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ১২টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ (Second Phase Lok Sabha Election 2024) হবে আজ। পশ্চিমবঙ্গের তিনটি আসন তো থাকছেই। তা ছাড়া, কেরল, কর্নাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, বিহার, ছত্তীসগঢ়, মণিপুর, ত্রিপুরা এবং জম্মু ও কাশ্মীরেও ভোট রয়েছে আজ। ভোটারদের এক বড় অংশ আজকের পর্বে তাঁদের মতদান করবেন। সেই মতো প্রস্তুতি নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেই প্রস্তুতি পর্যাপ্ত কিনা, তা বোঝা যাবে আর কয়েকঘণ্টা পরই। 

দ্বিতীয় দফা ভোটের হাইলাইটস


  • ২৬ এপ্রিল দেশের দ্বিতীয় দফার লোকসভা ভোট। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়, শেষ হবে বিকেল ৫টায়। তবে যাঁরা এই সময়ের মধ্যে ভোটের লাইনে দাঁড়াবেন, তাঁদের জন্য ১ ঘণ্টার 'বাফার' থাকছে। অর্থাৎ ৬টা পর্যন্ত সময় পাবেন তাঁরা।
  • দ্বিতীয় দফায় ভোটারের সংখ্যা ১৫.৮৮ কোটি-র কিছু বেশি। ভোট নেওয়া হবে ১.৬৭ লক্ষ ভোট কেন্দ্রে। এই দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ২০২ জন প্রার্থীর।
  • দ্বিতীয় দফায় ভোটগ্রহণের সঙ্গে যুক্ত থাকছেন ১৬ লক্ষেরও বেশি ভোটকর্মী। তাঁদের এবং নিরাপত্তাকর্মীদের যাতায়াতের জন্য ৩ হেলিকপ্টার, ৪টি বিশেষ ট্রেন এবং ৮০ হাজারের কাছাকাছি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
  • দ্বিতীয় দফার ভোটে যে ১৫.৮৮ কোটি ভোটার থাকছেন, তাঁদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮.০৮ কোটি, মহিলা ভোটার ৭.৮ কোটি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ হাজার ৯২৯ জন।
  • নির্বাচন কমিশনের হিসেব বলছে, এই দফায় যাঁরা ভোট দেবেন, তাঁদের মধ্যে ২০-২৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ৩.২৮ কোটি।
  • আজকের ভোটের পর কেরল, রাজস্থান এবং ত্রিপুরায় লোকসভা ভোট শেষ হয়ে যাবে।
  • আদতে, দ্বিতীয় দফায় ৮৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু বহুজন সমাজ পার্টির এক প্রার্থীর মৃত্যু হওয়ায় মধ্য়প্রদেশের বেতুল আসনের ভোট তৃতীয় দফায় পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে আজ ৮৮টি কেন্দ্রে ভোটগ্রহণ।
  • আজ কেরলের ২০টি আসন, কর্নাটকের ১৪টি আসন, রাজস্থানের ১৩টি, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের ৮টি করে আসন, মধ্য়প্রদেশের ৬টি আসন, অসম এবং বিহারে ৫টি করে আসন, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গে ৩ টি করে আসন এবং মণিপুর, ত্রিপুরা এবং জম্মু ও কাশ্মীরে ১টি করে আসনে ভোটগ্রহণ হবে।
  • পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে আজ ভোটগ্রহণ। এর মধ্যে রায়গঞ্জে 'ব্যালট ইউনিট'-র ব্যবস্থা থাকছে। রায়গঞ্জে প্রার্থীর সংখ্যা ২০ জন, এদিকে ইভিএমের ব্যালট ইউনিটে ১৫ জন প্রার্থী ও একটি নোটার অপশন থাকে। তাই এই আসনে ইভিএমে ২টি করে ব্যালট ইউনিটের ব্যবস্থা রাখা হচ্ছে।

 

আর যা...
এই দফার ভোটগ্রহণে বড় সমস্যা হতে পারে গরম। আগামী পাঁচ দিন, পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহার, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক এবং উত্তরপ্রদেশের একাংশে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে রেখেছে ভারতের আবহাওয়া বিভাগ। সে কথা মাথায় রেখে, বিহারের চারটি লোকসভা আসনের একাধিক পোলিং স্টেশনে ভোটগ্রহণের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। তবে ত্রিপুরা, কেরল, কর্নাটকের উপকূলবর্তী এলাকা এবং অসমে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।  

'বিগ ফাইট'
এই দফায় যে আসনগুলিতে ভোট হচ্ছে, তার মধ্যে অন্যতম কেরলের ওয়েনাড়। ২০১৯ সালে জয়ের পর এবারও এখান থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। উল্টো দিকে রয়েছেন, সিপিআইয়ের অ্যানি রাজা এবং বিজেপির কে সুরেন্দ্রন। কেরলেরই আরও একটি আসন, তিরুবনন্তপুরমের দিকেও নজর থাকবে আজ। এবারও এখান থেকেই কংগ্রেসের টিকিটে লড়ছেন প্রাক্তন মন্ত্রী শশী তারুর। তবে এবার তাঁর প্রতিদ্বন্দ্বিতা কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরের সঙ্গে। সিপিআইয়ের পনিয়ন রবীন্দ্রনও কড়া টক্কর দিতে পারেন তারুরকে। ২০১৪ সাল থেকে মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীরও ভাগ্য নির্ধারণ হবে আজই। রাজস্থানের কোটা থেকে লড়ছেন বিজেপির প্রতীকে লড়ছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি হ্যাটট্রিক করতে পারেন কিনা, সেটিও স্থির হবে আজই। এদিকে ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁওয়েও আজ হাড্ডাহাড্ডি লড়াই। এখান থেকে লড়ছেন কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এমনিতে গত ৩০ বছর ধরে এই লোকসভা আসন বিজেপির শক্ত ঘাঁটি। সেই ঘাঁটিতে বাঘেল ফাটল ধরাতে পারবেন কিনা, সেটাও ঠিক হবে আজ। এছাড়া বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রের তরুণ সাংসদ তেজস্বী সূর্যেরও ভাগ্য নির্ধারণ হবে আজ। ২০১৯-র সাফল্য তিনি ধরে রাখতে পারেন কিনা, সেটাই দেখার। পশ্চিমবঙ্গের যে তিন কেন্দ্রে ভোট, তার মধ্যে বালুরঘাটের প্রার্থী স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটে বেশ কিছু হাইভোল্টেজ কেন্দ্রে আজ লড়াই। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:মুখ ফেরাননি নির্বাচনের ডিউটি থেকে; প্রত্যয়ী 'চাকরিহারা' বলছেন, "লড়াই চলবে"

 

 

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Christmas 2024: জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
Bankura News: বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
West Bengal News Live:এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
RG Kar Update: আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
Advertisement
ABP Premium

ভিডিও

Suvendu Adhikari: জঙ্গিকে আশ্রয়ের অপরাধে হয়ত কাশ্মীর পুলিশ সওকত মোল্লাকে তুলে নিয়ে যাবে: শুভেন্দুMilitant News: লস্কর, হিজবুলকে লজিস্টিক সাপোর্ট। ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গির আরও কীর্তি ফাঁসMilitant News: কোকড়াঝাড় থেকে পাকড়াও আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গিMilitant News: ধৃত ২ জঙ্গিকে দিয়ে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Christmas 2024: জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
Bankura News: বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
West Bengal News Live:এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
RG Kar Update: আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
Offbeat News : 'মাতৃত্বকালীন ছুটি' পেলেন পুরুষ শিক্ষক ! এক সপ্তাহ হলিডে, বিহারে আজব কাণ্ড 
'মাতৃত্বকালীন ছুটি' পেলেন পুরুষ শিক্ষক ! এক সপ্তাহ হলিডে, বিহারে আজব কাণ্ড 
Money Rule Change : গ্যাস সিলিন্ডার, পেনশন থেকে গাড়ির দাম, ১ জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়ম
গ্যাস সিলিন্ডার, পেনশন থেকে গাড়ির দাম, ১ জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়ম
Sambhal Archaeological Survey: দোতলা নির্মাণের নীচে জলাধার, রাজারানিদের জন্যই তৈরি, সম্ভলে খোঁড়াখুঁড়িতে প্রাণ পেল ইতিহাস
দোতলা নির্মাণের নীচে জলাধার, রাজারানিদের জন্যই তৈরি, সম্ভলে খোঁড়াখুঁড়িতে প্রাণ পেল ইতিহাস
EPFO UAN Aadhaar Linking:  সরকার দেবে ইনসেনটিভ, ইপিএফওতে এখনও এই কাজ করেননি, লাস্ট ডেট জানেন ?
সরকার দেবে ইনসেনটিভ, ইপিএফওতে এখনও এই কাজ করেননি, লাস্ট ডেট জানেন ?
Embed widget