Lok Sabha Speaker: কে হবেন লোকসভার স্পিকার? উত্তর মিলবে ২৬ জুন
Narendra Modi: গঠিত হয়েছে নরেন্দ্র মোদির সরকার। ২৪ জুন থেকে বসবে অধিবেশন। ২৬ জুন স্পিকার নির্বাচন
কলকাতা: ভোট মিটেছে। সরকার গঠন হয়ে গিয়েছে, গঠিত হয়ে গিয়েছে মন্ত্রিসভাও। এবার যে কোনও গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বাকি- লোকসভার স্পিকার পদে নির্বাচন।
পিটিআই সূত্রের খবর, ২৬ জুন লোকসভার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। লোকসভা সেক্রেটারিয়েটের তরফ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, প্রার্থীদের নাম জমা দেওয়া যাবে নির্বাচনের দিনের একদিন আগে দুপুর ১২টা পর্যন্ত।
দেশের ১৮তম লোকসভা প্রথমবার বসতে চলেছে ২৪ জুন। ওই দিন থেকে শুরু হয়ে ৩ জুলাই পর্যন্ত চলবে সেই অধিবেশন। লোকসভার বুলেটিনে জানানো হয়েছে, নির্বাচনের দিনের একদিন আগে দুপুর ১২টা পর্যন্ত লোকসভার যে কোনও সদস্য কাউকে লোকসভার স্পিকার পদের জন্য মনোনীত করে লিখিতভাবে লোকসভার সেক্রেটারি জেনারেলকে দিতে পারেন। অর্থাৎ ২৫ জুন, দুপুর ১২টার আগে দেওয়া যাবে এই নোটিশ।
অধিবেশন চালুর প্রথম ২দিন লোকসভার নতুন সদস্যদের শপথগ্রহণের জন্য নির্ধারিত রয়েছে। ২৬ জুন নির্ধারিত রয়েছে স্পিকার পদে নির্বাচনের জন্য। ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌধ অধিবেশনে ভাষণ রাখবেন।
স্পিকার নির্বাচনের প্রক্রিয়ার জন্য Notice for the Motion-এ তৃতীয় কোনও ব্যক্তির দ্বারা second করতে হবে। পাশাপাশি, যাঁকে সমর্থন করে ওই নোটিশ দেওয়া হবে, সেই সদস্য়কেও একটি বিজ্ঞপ্তি দিতে হবে যে যদি তিনি নির্বাচিত হন তাহলে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়ম অনুযায়ী, কোনও সদস্য নিজেই নিজেকে নিয়ে নোটিশ দিতে পারবেন না।
লোকসভা নির্বাচনের পরে প্রথম অধিবেশনের সময় একজনকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করা হয়। নতুন স্পিকার নির্বাচিত না হওয়ার পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করেন। তারপরে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে নির্দিষ্ট নিয়ম মেনে স্থায়ী স্পিকার নির্বাচন করা হয়।
এইবার লোকসভা নির্বাচনের পরে সরকার গঠন করেছে এনডিএ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসেছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী-সহ বাকি মন্ত্রিসভার শপথগ্রহণ হয়েছে। শপথপাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মন্ত্রীদের মন্ত্রক বণ্টন করে দেওয়া হয়েছে। এবার লোকসভার বাকি সদস্যের শপথগ্রহণ এবং স্পিকার নির্বাচনের পালা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মোদিকে Skullcap পরতে দেখতে চান নাসিরউদ্দিন! কেন? খোলসা করলেন নিজেই