Loksabha Election 2024: তিন কেন্দ্রে ভোট গ্রহণ রাজ্যে, রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন
Loksabha Poll 2024 2nd Phase: শুক্রবার দ্বিতীয় দফার লোকসভার মহারণ। ভোটগ্রহণ হবে বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং লোকসভা আসনে।
কলকাতা: দ্বিতীয় দফায় ভোট গ্রহণের (Loksabha Election 2024) জন্য় প্রস্তুত বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং। বুথে বুথে পৌঁছে গেছেন ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তিন কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকছে ১২ হাজার ৯৮৩ জন রাজ্য় পুলিশ।
কোথায় কী বন্দোবস্ত? শুক্রবার দ্বিতীয় দফার লোকসভার মহারণ। ভোটগ্রহণ হবে বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং লোকসভা আসনে। ভোট গ্রহণের জন্য় প্রস্তুত তিন লোকসভা কেন্দ্রই।বুথে বুথে পৌঁছে গেছেন ভোটকর্মী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য় পুলিশের কর্মীরা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ১ হাজার ৭৩০ বুথে ভোটগ্রহণ হবে। এই লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা ২১০। ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বালুরঘাট লোকসভা আসনে মোট ১ হাজার ৫৬৯টি বুথে ভোট গ্রহণ হবে। স্পর্শকাতর বুথ রয়েছে ১৯২টি। ভোটের নিরাপত্তায় ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের ১ হাজার ৯৯৯টি বুথে ভোট গ্রহণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৩৯টি। ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পাহাড়ে। ভোটের নিরাপত্তায় বৃহস্পতিবার দার্জিলিঙে হয় নাকা চেকিং।
দ্বিতীয় দফার নির্বাচনে ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যার মধ্যে রয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং- এই তিনটি আসনই বিজেপির জেতা আসন। এবছর রায়গঞ্জ থেকে বিজেপি প্রার্থী করেছে কার্তিক পাল। ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী কলকাত দক্ষিণের বিজেপি প্রার্থী। কার্তিক পালের প্রতিপক্ষ তৃণমূলের কৃষ্ণ কল্যাণী এবং কংগ্রেসের ইমরান রামজ ওরফে ভিক্টর। দার্জিলিঙে মোট প্রার্থী ১৪ জন। ওই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী গোপাল লামা। যাঁর লড়াই বিজেপির রাজু বিস্ত এবং কংগ্রেসের মুনিশ তামাংয়ের সঙ্গে। কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন ওই কেন্দ্র থেকে। বালুরঘাটের মোট প্রার্থীর সংখ্যা ১৩ জন। খোদ বিজেপির রাজ্য সভাপতি এই কেন্দ্রের প্রার্থী। সুকান্ত মজুমদারের প্রতিপক্ষ তৃণমূলের বিপ্লব মিত্র ও বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত।
দ্বিতীয় দফার ভোটে মোতায়েন থাকছে মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্য়ে দক্ষিণ দিনাজপুরে ৭৩ কোম্পানি, দার্জিলিঙে ৫১ কোম্পানি, কলিংপঙে ১৬ কোম্পানি, শিলিগুড়িতে ২১ কোম্পানি, রায়গঞ্জ ৬০ কোম্পানি, এবং ইসলামপুর ৫১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও মোট ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। রায়গঞ্জ লোকসভা আসনে মোট প্রার্থীর সংখ্যা ২০ জন। সেই জন্য় রায়গঞ্জে ইভিএমে ২টি করে ব্য়ালট ইউনিট থাকছে। ভোট গ্রহণের জন্য় প্রস্তুত তিন জেলার তিন লোকসভা কেন্দ্র। শুক্রবার সুষ্ঠু ও অবাধ ভোট করাই চ্য়ালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Madhyamik Result 2024: ভোটের মধ্যেই ফলপ্রকাশ, মে মাসেই রেজাল্ট মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের