(Source: ECI/ABP News/ABP Majha)
Loksabha Election 2024: 'টুকি-টুকি করে দেখা দিয়ে বলবে এই তো আমায় দেখতে পাচ্ছেন' রচনাকে জবাব লকেটের
Hooghly News: মন্তব্য-পাল্টা মন্তব্যে জমে উঠেছে হুগলি লোকসভা কেন্দ্রে দুই একদা সতীর্থের লড়াই।
সোমনাথ মিত্র, হুগলি: লোকসভা ভোটে (Loksabha Election 2024) প্রতিপক্ষ রুপোলি পর্দার জগতের একসময়ের সহকর্মী। তাই বলে কেউ কাউকে জমি ছাড়তে রাজি নন। ভোট যত এগিয়ে আসছে বাড়ছে প্রচারের ঝাঁঝ। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
বাড়ছে প্রচারের ঝাঁঝ: মন্তব্য-পাল্টা মন্তব্যে জমে উঠেছে হুগলি লোকসভা কেন্দ্রে দুই একদা সতীর্থের লড়াই। রাজনীতির ময়দানে নবাগতাকে প্রচার-যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ প্রাক্তন সহকর্মী। তিনি অবশ্য আগেই হাত পাকিয়েছেন সংসদীয় রাজনীতিতে। জমি-আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামে শনিবার প্রচারে গিয়ে নিজের অভিনেত্রী-সত্তাকে সামনে রেখে ভোট-প্রার্থনা করেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, “আপনাদের পাশে থাকব, যদি আপনারা আমাকে ভালবাসেন। এতদিন টিভিতে দেখতেন, এখন সামনেও দেখতে পারবেন। বিকালে টিভিতে দেখবেন, সকালে সামনে দেখবেন।’’
কী বললেন লকেট চট্টোপাধ্যায়?
পঞ্চম দফায় ২০ মে, হুগলি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এখনও প্রায় ২ মাস বাকি। কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই বাগ্যুদ্ধে তপ্ত হচ্ছে হুগলির মাটি। এদিন সিঙ্গুরে গিয়ে বসন্ত উৎসবে যোগ দেন লকেট চট্টোপাধ্যায়। দোলের আগের দিনই আবির খেলায় মাতেন স্থানীয়দের সঙ্গে। রবিবার এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই নাম না করে প্রতিপক্ষকে বিঁধেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন বিজেপি প্রার্থী বলেন, “যারা বলবে সকালে দেখবেন, বিকেলে টিভি-তে দেখবেন এইসব বলবে, তারা কেউ থাকবে না। তারা ওই মাঝে মাঝে টুকি-টুকি করে দেখা দেবে আর বলবে এই তো আমায় দেখতে পাচ্ছেন। টুকি-টুকি করবে। এই সবের মধ্যে পা দেবেন না।’’
এদিকে এপ্রিলের প্রথম দিনই রাজ্যে আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে রয়েছে ১৫ কোম্পানি CRPF, ৫ কোম্পানি BSF এবং ৭ কোম্পানি CISF। এই মুহূর্তে রাজ্যে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মজুত রয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আসবে। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সর্বাধিক ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।