Loksabha Election 2024: পুরুলিয়ার পর কোচবিহারেও প্রার্থী ঘোষণা কংগ্রেসের, বাম-কংগ্রেস জোটে আরও জটিলতা
Left And Congress Alliance: আসন-জটের মধ্যেই আরও একদফা প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট।
কলকাতা: রাজ্যে বাম-কংগ্রেস জোটে (Left And Congress Alliance) আরও বাড়ল জটিলতা। পুরুলিয়ার পর কোচবিহারেও প্রার্থী ঘোষণা কংগ্রেসের। আগেই কোচবিহার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে ফরওয়ার্ড ব্লক। কোচবিহারে নীতীশচন্দ্র রায়কে প্রার্থী করে ফরওয়ার্ড ব্লক। সেখানেই পিয়া রায়চৌধুরীকে প্রার্থী করল কংগ্রেস। অন্যদিকে পুরুলিয়া আসন নিয়েও টানাপোড়েন অব্যাহত।
জোট নিয়ে জটিলতা?
গতকাল চতুর্থ দফায় প্রার্থীতালিকা প্রকাশ করেছে কংগ্রেস। যেখানে দেখা গিয়েছে বাংলা থেকে একমাত্র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ওই তালিকায়। পিয়া রায়চৌধুরীকে কোচবিহার থেকে প্রার্থী করেছে কংগ্রেস। প্রথম দফার প্রার্থী তালিকায় ফরওয়ার্ড ব্লক নীতীশচন্দ্র রায়ের নাম ঘোষণা করে বামেরা। জটিলতার এখানেই শেষ নয়। তার আগের দিন অর্থাৎ শুক্রবার কয়েকটি আসনে প্রার্থী দেয় কংগ্রেস। পুরুলিয়াতে প্রার্থী কংগ্রেসের চারবারের বিধায়ক এবং পুরুলিয়ার জেলা সভাপতি নেপাল মাহাতো। কংগ্রেস নেপাল মাহাতোর নাম ঘোষণা করলেও প্রার্থী দিতে অনড় ফরওয়ার্ড ব্লক।
প্রথম দফায় ১৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। পরে যোগ হয় আলিপুরদুয়ার। দ্বিতীয় দফায় মাত্র ৪ জন। শনিবার বামফ্রন্টের বৈঠক শেষে প্রকাশিত হয় আরও এক দফা প্রার্থী তালিকা। আসন-জটের মধ্যেই আরও একদফা প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। মাত্র চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন চেয়ারম্যান বিমান বসু। মুর্শিদাবাদ আসনে প্রার্থী হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বোলপুরে সিপিএম প্রার্থী প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান। রানাঘাট আসনে লড়বেন সিপিএমের অলকেশ দাস। দ্বিতীয় দফার প্রার্থী তালিকার মধ্যে নতুন মুখ একটিই- বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী সুকৃতি ঘোষাল।
এর আগে গত বৃহস্পতিবার ৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। কোন কেন্দ্রে কে হচ্ছেন প্রার্থী?
- মালদা উত্তর: আইএসএফ প্রার্থী মহম্মদ সোহেল
- জয়নগর: আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার
- মুর্শিদাবাদ: আইএসএফ প্রার্থী হাবিব শেখ
- বারাসাত: আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়
- বসিরহাট: আইএসএফ প্রার্থী মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা
- মথুরাপুর: আইএসএফ প্রার্থী অজয়কুমার দাস
- শ্রীরামপুর: আইএসএফ প্রার্থী সাহারিয়ার মল্লিক
- ঝাড়গ্রাম: আইএসএফ প্রার্থী বাপি সোরেন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Holi 2024: দোলযাত্রায় মেট্রো সফরের পরিকল্পনা? বিশেষ সূচি ঘোষণা কর্তৃপক্ষের