Narendra Modi Rahul Gandhi : মর্নিং শোজ দ্য ডে? চমকপ্রদ ফলের আভাস মোদি, রাহুলের কেন্দ্র থেকে
ওপেনিং ট্রেন্ডে বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদিই। দুই কেন্দ্র থেকে এগিয়ে রাহুল গান্ধী।
নয়াদিল্লি: হেভিওয়েট আসনগুলির মধ্যে সকলের নজর বারাণসীতে ( Varanasi )। এই কেন্দ্রই গত ১০ বছরে নরেন্দ্র মোদিকে সংসদে পাঠিয়েছে। এই কেন্দ্রই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi ) আসন। এবার এই কেন্দ্র থেকে জিতলে প্রধানমন্ত্রীর হ্যাটট্রিক হবেই। প্রথম থেকেই বারাণসীর মানুষ তাঁকে দুহাত তুলে আশীর্বাদ করবে বলে আত্মবিশ্বাসী মোদি। বিশ্লেষকরাও এক্সিট পোলে এগিয়ে রেখেছিলেন তাঁকেই। আর এবারও ওপেনিং ট্রেন্ডে বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদিই। ২০১৪ এবং ২০১৯ সালের তুলনায় কি মোদির ভোট বাড়বে না কমবে? নজর এখন সেই দিকেই।
প্রথম দিকে মোদি এগিয়ে থাকলেও একটা সময়ের পর কংগ্রেসের অজয় রাইয়ের কাছে পিছিয়ে পড়েন তিনি। প্রায় ৫ হাজার ভোটে পিছিয়ে পড়েন তিনি। তারপর ফের আবার এগিয়ে যান তিনি। বলা যায় কাঁটে কা টক্কর ! বারাণসী কেন্দ্র থেকে হঠাৎ মোদি পিছিয়ে পড়াটা রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, অপ্রত্যাসিত। এখন শেষ পর্যন্ত বিশ্বনাথ ধাম মোদিকে এগিয়ে রাখতে পারে কি না , সেটাই দেখার।
অন্যদিকে রায়বরেলি থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাশাপাশি দক্ষিণরাজ্যের ওয়েনাদ থেকেও এগিয়ে তিনি। ২০১৯ এর ভোটে অমেঠিতে স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন রাহুল। এবার অমেঠি থেকে স্মৃতি ইরানিই গেলেন পিছিয়ে। তবে এখন শুধু মাত্রই প্রাথমিক ট্রেন্ড। বেশির ভাগ জায়গাতেই চলছে প্রথম রাউন্ড।
গত ৩ মে রাহুন রায়বরেলি থেকে মনোনয়ন জমা দেন। কংগ্রেসের তরফে যখন ঘোষণা করা হয়েছিল যে,অমেঠির নয়, রাহুল এ বার লড়বেন রায়বরেলি থেকে, তখন নানা দিক থেকেই কটাক্ষ এসেছিল। বিজেপি শিবির থেকেও তাঁকে আক্রমণ করা হয়। বিজেপি কটাক্ষ করে, রাহুল অমেঠিতে লড়তে ভয় পেয়েছেন। ২০১৯ সালের মতোই স্মৃতি ইরানির কাছে হেরে যেতে পারতেন তিনি। তাই তিনি সনিয়ার কেন্দ্র রায়বরেলিতে থেকে লড়ছেন। তবে এবার অমেঠি থেকে স্মৃতিও সুবিধে করতে পারেননি। এখন শেষ হাসি কে হাসে, সেটাই দেখার।
আরও পড়ুন :
রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে