(Source: ECI/ABP News/ABP Majha)
Loksabha Elections 2024: বাড়িতে ভোট দেওয়ার ১০ মিনিটের মধ্যে মৃত বৃদ্ধা, ইচ্ছাপূরণে খুশি পরিবারের সদস্যরা
Loksabha Elections 2024: বাড়িতে পোস্টাল ব্যালেটে ভোট দেওয়ার ১০ মিনিটের মধ্যে মৃত্যু হল গায়ত্রী মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধার। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের নিমবালিয়া সিংহবাণী গ্রামে।
সুনীত হালদার, হাওড়া: এবারের লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024) বয়স্ক মানুষদের জন্য বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ECI)। সেই নিয়মে নিজের বাড়িতে ভোট দেওয়ার ১০ মিনিটের মধ্যে মৃত্যু হল এক বৃদ্ধার। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের (Jagatballavpur) নিমবালিয়া গ্রামে। মৃত্যুর আগে ওই বৃদ্ধার ভোট দেওয়ার ইচ্ছাপূরণ হওয়ায় খুশি হয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই বৃদ্ধা হলেন জগৎবল্লভপুরের নিমবালিয়া সিংহবাণী গ্রামের বাসিন্দা গায়ত্রী মুখোপাধ্যায় (৮৯)। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন কার্যত শয্যাশায়ী ছিলেন তিনি। প্রায়ই শ্বাসকষ্টে ভুগতেন। তা সত্ত্বেও স্বাভাবিক কথাবার্তা বলতে পারতেন। এবারের লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই তিনি তার মেজো ছেলে স্বপন মুখোপাধ্যায়ের কাছে ভোটদানের ইচ্ছা প্রকাশ করেন।
এবছর নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া চালু হয়। এই খবর জানতেই মায়ের ভোটের জন্য তাঁর ছেলে জগৎবল্লভপুরের বিডিও অফিসে যোগাযোগ করেন। প্রশাসন থেকে শুক্রবার দুপুরে বৃদ্ধার বাড়িতে গিয়ে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো শুক্রবার দুপুর একটা ১০ নাগাদ প্রশাসনিক আধিকারিকরা তাঁর বাড়িতে ভোট নিতে যান। সেই সময় গায়ত্রীদেবী বিছানায় শুয়ে ছিলেন।
তাঁর ছেলে জানিয়েছেন, মা আধিকারিকদের সামনেই নিজের পছন্দ মতো ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারপর নাতনির সহযোগিতায় টুয়েলভ ডি ফর্মের তিন জায়গায় বাঁ হাতের বুড়ো আঙ্গুলে টিপ সইও দেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার পর শেষবার নাতনির হাতে জল খান। এরপর ১০ মিনিটের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এপ্রসঙ্গে গায়ত্রী দেবীর ছেলে স্বপন মুখোপাধ্যায় বলেন, "মাকে কোথায় ভোট দিতে চাও প্রশ্ন করতেই তিনি নিজের পছন্দের দলের নাম করেন। নিজের ইচ্ছা মতো সেই দলের প্রার্থীকে ভোট দেওয়ার পরই তাঁর মৃত্যু হয়।"
গায়ত্রী দেবীর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কিন্তু মায়ের শেষ ইচ্ছা পূরণে খুশি পরিবারের সদস্যরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।