Solih Advised Muizzu: 'একগুঁয়েমি ছাড়ুন...', ভারত বিরোধিতা নিয়ে মলদ্বীপের প্রেসিডেন্টকে পরামর্শ দিল কে?
India Maldives Relation: বর্তমান প্রেসিডেন্টকে 'উপদেশ' দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। কী বলেছেন তিনি?
নয়াদিল্লি: মলদ্বীপে মসনদ বদলানোর পর থেকেই ভারতের সঙ্গে এই পড়শি দ্বীপরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে। ইব্রাহিম মহম্মদ সলিহ-কে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছেন মহম্মদ মুইজু, যিনি চিন-পন্থী বলেই বেশি পরিচিত। তারপরেই বিভিন্ন ইস্যুতে ভারত-বিরোধী অবস্থান নিয়েছে এখনকার মলদ্বীপ সরকার। তার জেরে প্রবল অর্থনৈতিক টানাপড়েনের মধ্যে পড়েছে ছোট্ট এই দ্বীপরাষ্ট্র। এই আবহেই বর্তমান প্রেসিডেন্টকে 'উপদেশ' দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। পিটিআই এবং এএনআই সূত্রের খবর, প্রাক্তন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্টকে পড়শি দেশের সঙ্গে আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন। একগুঁয়ে মনোভাব ছেড়ে কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি। তাহলেই মলদ্বীপের অর্থনৈতিক টানাপড়েনের পরিস্থিতি এড়ানো যাবে বলে মতপ্রকাশ করেছেন তিনি।
একটি নির্বাচনের জন্য মালে-তে নিজের দল এমডিপি-এর প্রার্থীদের প্রচারের জন্য একটি জনসভা থেকে এমন বক্তব্য রাখেন তিনি। এএনআই সূত্রের খবর, ইব্রাহিম মহম্মদ সলিহ জানিয়েছেন তিনি খবর থেকে জেনেছেন যে মুইজ্জু ঋণ সংক্রান্ত (Debt Restructuring) বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে চেয়েছেন, সেই সূত্রেই তাঁর এই পরামর্শ।
এএনআই সূত্রের খবর, তিনি আরও জানিয়েছেন যে, ভারতীয় ঋণের জন্য মলদ্বীপ আর্থিক সমস্যার সম্মুখীন হয়নি। সলিহ আরও জানিয়েছেন, মলদ্বীপের মুদ্রায় চিনের কাছে ১৮ বিলিয়ন ঋণ রয়েছে, সেখানে ভারতের কাছে সেই ঋণের পরিমাণ ৮ বিলিয়ন এবং সেই ঋণ ফেরত দেওয়ার সময় রয়েছে ২৫ বছর। এএনআই সূত্রের খবর, মহম্মদ সলিহ বলেছেন, 'আমি আত্মবিশ্বাসী যে পড়শিরা সাহায্য করবে। আমাদের একগুঁয়েমি ছেড়ে কথা বলা শুরু করা উচিত। অনেকেই রয়েছেন যাঁরা আমাদের সাহায্য করতে পারে। কিন্তু মুইজ্জু আপোষ করতে রাজি নন। আমি মনে করছি সরকার এখন অবস্থাটা বুঝতে পারছি।'
সম্প্রতি মহম্মদ মুইজ্জু ভারতকে ঋণ সংক্রান্ত একটি আবেদন করেছেন। তারই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারত মলদ্বীপের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সবসময় থাকবে।
অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও বর্তমান সরকারের প্রতি আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর আমলে করা প্রকল্পগুলোই বর্তমান সরকার নতুন করে চালু করছে বলে দাবি করেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'বিয়ের উপহার হোক মোদির জন্য ভোট'...কার্ডে অনুরোধ পাত্রের বাবার