I.N.D.I.A Alliance: ‘অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, না পোষালে বেরিয়ে যেতে পারেন’, মমতার সঙ্গে বিরোধ নিয়ে কড়া বার্তা খড়্গের
Kharge on Adhir: নির্বাচন চলাকালীনই অধীরকে কড়া বার্তা খড়্গের।
নয়াদিল্লি: জাতীয় স্তরে জোটসঙ্গী হলেও বাংলায় 'একলা চলো' নীতি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কংগ্রেসের হাত না ধরার যে সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলনেত্রী, তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর দিকেই আঙুল তুলছে জোড়া শিবির। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার অধীরকে কড়া বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, দলের সিদ্ধান্ত না মানতে পারলে বেরিয়ে যেতে হবে বলে মন্তব্য করলেন তিনি। (I.N.D.I.A Alliance)
মহারাষ্ট্রে 'মহা আঘাডি জোটে'র বৈঠকে উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন খড়্গে। সেখানে সম্প্রতি মমতার উদ্দেশে অধীরের করা মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে খড়্গে বলেন, "মমতাজি প্রথমে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন...অনেক দলই বাইরে থেকে সমর্থন করে। ইউপিএ আমলে কমিউনিস্টরাও বাইরে থেকে সমর্থন জানিয়েছিলেন। সম্প্রতি মমতাজি আবারও বলেছেন যে সরকার গঠন হলে, I.N.D.I.A-র সরকারে শামিল হবেন উনি। অর্থাৎ উনি জোটেই রয়েছেন।" (Kharge on Adhir)
অধীরকে নিয়ে খড়্গে বলেন, "অধীররঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস হাইকম্যান্ড রয়েছে, সেই সিদ্ধান্তও কার্যকর হবে। হাইকম্যান্ডের সিদ্ধান্তই সকলকে মানতে হবে। কেউ যদি তা মানতে না চান, তাহলে তাঁকে বেরিয়ে যেতে হবে।" খড়্গের এই মন্তব্য়ের পাল্টা অধীর বলেন, "আমার বিরোধিতানৈতিক বিরোধিতা। ব্যক্তিগত বিদ্বেষ নেই। বাংলায় দলকে রক্ষার জন্য নৈতিক লড়াই করছি। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব না। দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতে পারব না।"
Congress President Kharge publicly humilated Adhir Ranjan Chowdhury today 😂 He made it clear that Adhir is not anyone to be taking decisions over TMC. pic.twitter.com/u27MY4cHLg
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) May 18, 2024
২০২৪ সালের লোকসভা নির্বাচনর ফলাফলকে সামনে রেখে জাতীয় স্তরে যে I.N.D.I.A জোট গড়ে উঠেছে, তাতে কংগ্রেসের সঙ্গে শামিল রয়েছে তৃণমূল, এমনকি বামেরাও। দিল্লি, মুম্বই, পটনার বৈঠকে সব দলের প্রতিনিধিরাও হাজির ছিলেন। এমনকি I.N.D.I.A জোটের নামকরণও তাঁরই করা বলে জানিয়েছেন মমতা। কিন্তু বাংলায় আসন সমঝোতার ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের সঙ্গে বিরোধ বাধে তৃণমূলের। বিধানসভায় শূন্যে পৌঁছে গেলেও, রাজ্যে কংগ্রেস অন্যায্য ভাবে বেশি আসনের দাবি করছে বলে অভিযোগ করে তারা।
এর পরই বাংলায় কংগ্রেসের হাত না ধরে একা লড়াইয়ের ঘোষণা করেন মমতা। জানিয়ে দেন, জাতীয় স্তরে তিনি I.N.D.I.A জোটেই শামিল রয়েছেন। কিন্তু বাংলায় কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন না। বাংলায় কংগ্রেস আসলে বিজেপি-কে সুবিধা করে দিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। সম্প্রতি জানান, I.N.D.I.A জোটকে বাইরে থেকে সমর্থন জানাবেন বলে জানান যেমন, তেমনই I.N.D.I.A জোটে শামিল থাকাতেও সিলমোহর দেন।
কিন্তু মমতার এই ঘোষণা নিয়েও লাগাতার কটাক্ষ করতে শোনা যায় অধীরকে। তিনি বলেন, "মমতাকে বিশ্বাস করেন না। উনি বিজেপি-র সঙ্গেও হাত মেলাতে পারেন।" অধীরের এই মন্তব্যেই এদিন খড়্গের প্রতিক্রিয়া চাওয়া হয়, তাতে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতিকে কড়া বার্তাই দিলেন খড়্গে। এ নিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "মল্লিকার্জুন খড়্গে কংগ্রেসের জাতীয় সভাপতি। তিনি রেখেঢেকে বলছেন।" রাজ্যে বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "মানুষকে এতটা মূর্খ এবং রাজনৈতিক ভাবে অচেতন মনে করার কারণ নেই। এটা নাটক।" সব মিলিয়ে তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন।