CM Mamata Rally LIVE: ‘মনের জোরে বাংলা জয় করতে বেরিয়েছি’, সোনারপুরে মমতা
হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা, ৩ জেলার ৫ বিধানসভা কেন্দ্রে জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর
LIVE
Background
আজ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় পরপর পাঁচটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির খানাকুল দিয়ে তৃণমূল নেত্রীর এদিনের প্রচার শুরু হচ্ছে। এরপর হুগলিরই পুরশুড়া, হাওড়ার আমতা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম ও সোনারপুর দক্ষিণে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল চারটি জনসভা ও একটি রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা ছিল তৃণমূল নেত্রীর। সবশেষে হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সমর্থনে কাজিপাড়া থেকে সম্মিলনী পার্ক পর্যন্ত রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee Rally LIVE ‘দুর্যোধন-দুঃশাসন-রাবণ বাংলায় এসেছে দখল করতে’, সোনারপুরে মমতা
সোনারপুরের সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একদিকে কোটি কোটি টাকা, বিজেপির সব মন্ত্রী, যত দুর্যোধন-দুঃশাসন-রাবণ আছে তারা বাংলায় এসেছে বাংলা দখল করতে।’
CM Mamata Speech LIVE ‘মনের জোর বাংলা জয় করতে বেরিয়েছি’, সোনারপুরে মমতা
সোনারপুরের সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘৩ দিন হাসপাতালে ছিলাম, বাদবাকি দিন ছুটি নিইনি। পায়ের চিকিৎসা করিয়ে মিটিং করছি। মনের জোর বাংলা জয় করতে বেরিয়েছি।’
CM Mamata Rally LIVE: ভোট ভাগাভাগি করতে চাইছে বিজেপি, আমতার সভা থেকে বিস্ফোরক মমতা
একটা বাচাল ছেলে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগাভাগি করতে চাইছে। হিন্দু-মুসলমান বিজেপির তৈরি। আমতার সভা থেকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়।
CM Mamata Rally LIVE: রাতে টহল দাও, মহিলারাও সজাগ থাকুন, বার্তা মমতার
রাতে টহল দাও, মহিলারাও সজাগ থাকুন। গদ্দাররা পুলিশের পোশাক কিনে এনে হুমকি দেওয়াচ্ছে। বললেন মমতা।
CM Mamata Rally LIVE: গুজরাত বাংলা শাসন করবে না, পুরশুড়ায় বললেন মমতা
গুজরাত বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে। পুরশুড়ায় বললেন মমতা।