Narendra Modi News : এখানে পুলিশ নয়, অপরাধী ঠিক করে, কখন গ্রেফতার হবে, সন্দেশখালি নিয়ে ফের আক্রমণাত্মক মোদি
Modi On Sandeshkhali : ' সন্দেশখালির বোনেরা ইনসাফ চাইছে, তৃণমূল সরকার কর্ণপাতও করেনি '
নদিয়া : সন্দেশখালিতে মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তাতে শিউরে উঠেছে গোটা দেশ। ফের একবার মোদির মুখে সন্দেশখালির প্রসঙ্গ। আরামবাগের পর কৃষ্ণনগর থেকেও সন্দেশখালি প্রসঙ্গে রাজ্য সরকারের বিপক্ষে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। বললেন, বাংলার তৃণমূল সরকার মা-মাটি-মানুষের কথা বলে ভোট নিয়েছে।
প্রধানমন্ত্রীর অভিযোগ, 'এখন মা মাটি-মানুষ তৃণমূলের কুশাসনে কাঁদছে। সন্দেশখালির বোনেরা ইনসাফ চাইছে, তৃণমূল সরকার কর্ণপাতও করেনি। বাংলার এমন অবস্থা যে, পুলিশ নয়, এখানে অপরাধী ঠিক করে সে কবে আত্মসমর্পণ করবে, কখন তাকে গ্রেফতার করা হবে। '
শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে মোদির খোঁচা, ' রাজ্য সরকার চায়নি সন্দেশখালির অপরাধী গ্রেফতার হোক। কিন্তু বাংলার নারীশক্তি দুর্গা রূপে রুখে দাঁড়ানোয় এবং বিজেপির নেতারা তাদের পাশে থাকায় রাজ্য সরকার মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে। কিন্তু সন্দেশখালির মহিলাদের আন্দোলনে পিছু হঠে অপরাধীকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে'।
বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার পর, শেখ শাহজাহানের শরীরি ভাষায় ঝড়ে পড়েছিল ডোন্ট কেয়ার মনোভাব। সূত্রের খবর, জেরায় CID আধিকারিককে শেখ শাহজাহান দাবি করেছেন, গ্রেফতারের আগে ৫৫ দিন ধরে সন্দেশখালি এলাকাতেই ছিলেন তিনি। এখানেই প্রশ্ন উঠছে, তারপরও কেন তাঁকে এতদিন খুঁজে পেল না পুলিশ? শনিবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গ শাহজাহান
গত প্রায় ২ মাস ধরে যাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই শেখ শাহজাহানকেই কার্যত ঘরের কাছ থেকে গ্রেফতার করল পুলিশ! বৃহস্পতিবার ওড়িশা থেকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আমির আলি গাজিকেও গ্রেফতার করেছে সিআইডি। শেখ শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকেই বারবার অনেকেই দাবি করেছেন, শাহজাহান কোথাও যায়নি, কাছেপিঠেই আছেন। বুধবার কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিতেই সন্দেশখালি থেকে মেরেকেটে ৩০ কিলোমিটার দূরে মিনাখা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল পুলিশ।
আরও পড়ুন, কৃষ্ণনগর থেকে তৃণমূলের নতুন সংজ্ঞা নির্ধারণ মোদির, বললেন TMC মানে তুম, ম্যায় অউর কোরাপশন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে