এক্সপ্লোর
Advertisement
মোদি সরকারকে সরাতে তৈরি দেশবাসী, ইভিএমে কলকাঠি নাড়ানোই ‘একমাত্র উদ্বেগের ফ্যাক্টর’, বললেন পওয়ার, সারা দেশেই ইভিএমে গন্ডগোল হয়েছে বা বিজেপির পক্ষে ভোট পড়েছে, অভিযোগ অখিলেশের
ইভিএমে প্রোগ্রামিং বিভ্রাট হওয়া সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করে টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডুর দাবি, বিজেপি শুধু কলকাঠি নেড়েই ভোট পেতে পারে। ইভিএমে কলকাঠি নাড়া যায়, তা হ্যাক করা যায়, এমনকি তা গণ্ডগোলও করতে পারে। দুনিয়ার মাত্র ১৮টি দেশ এখনও পর্যন্ত ইভিএম চালু করেছে।
মুম্বই: দেশবাসী নরেন্দ্র মোদি সরকারকে সরাতে মনস্থির করে ফেলেছেন, ইভিএমে কলকাঠি নাড়ানোর ব্যাপারটাই ‘একমাত্র উদ্বেগের ফ্যাক্টর’। বললেন শারদ পওয়ার। আজ কংগ্রেস, এনসিপি, টিডিপি, তৃণমূল, আপ, সিপিএম, সিপিআই ও ডিএমকে নেতাদের যৌথ সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বলেন, বহু বুথে ঘুরেছি। মানুষ কেন্দ্র, রাজ্যে সরকার বদল চান, এ নিয়ে কোনও সংশয়ই নেই। আমাদের একমাত্র ভাবনা হল, কেউ ভোটে কলকাঠি নাড়তে প্রযুক্তির অপব্যবহার করতে পারে। ভোটমেশিনে কলকাঠি নাড়তে পারে।
ইভিএমে প্রোগ্রামিং বিভ্রাট হওয়া সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করে টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডুর দাবি, বিজেপি শুধু কলকাঠি নেড়েই ভোট পেতে পারে। ইভিএমে কলকাঠি নাড়া যায়, তা হ্যাক করা যায়, এমনকি তা গণ্ডগোলও করতে পারে। দুনিয়ার মাত্র ১৮টি দেশ এখনও পর্যন্ত ইভিএম চালু করেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর রাজ্য, কেরল, গোয়া ও উত্তর প্রদেশ থেকে প্রথম দফার ভোটে ইভিএমে গণ্ডগোল, বেছে বেছে তাতে কলকাঠি নাড়ার একাধিক ঘটনার খবর এসেছে।
তিনি জানান, বিরোধীরা এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, ভোটগণনার সময় স্বচ্ছতা সুনিশ্চিত করার স্বার্থে অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার দাবি জানাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, কৃষি-সব কিছুরই হাল খারাপ বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন ধৃতরাষ্ট্রের ভূমিকা নিয়েছে বলে কটাক্ষ করে আপ নেতা সঞ্জয় সিংহ বলেন, বোতাম টিপুন, ভোট পড়ছে বিজেপির ঘরে! অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট মেশিন গণনার দাবি একেবারেই অযৌক্তিক বলে দাবি করেন কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে।
এদিকে সমাজবাদী পার্টি (সপা) সভাপতি অখিলেশ যাদব মঙ্গলবার সারা দেশেই ইভিএমে গন্ডগোল হয়েছে বা তাতে বিজেপির পক্ষে ভোট পড়েছে বলে অভিযোগ করেছেন। নির্বাচন কমিশনকে ট্যাগ করে ট্যুইটে তিনি বলেছেন, গোটা দেশে ইভিএম অস্বাভাবিক আচরণ করছে বা বিজেপির পক্ষে ভোট চলে যাচ্ছে। জেলাশাসকরা বলছেন, ইভিএম চালানোর প্রশিক্ষণ পাননি ভোটকর্মীরা। সাড়ে তিনশর বেশি যন্ত্র বদলানো হয়েছে। যে ভোটগ্রহণ প্রক্রিয়ার জন্য ৫০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, সেখানে এটা ক্ষমার অযোগ্য ত্রুটি। ডিএমদের কথা কি বিশ্বাস করব না কি এর গভীরে আরও খারাপ কিছু আছে?
EVMs across India malfunctioning or voting for the BJP. DMs say poll officials untrained to operate EVMs. 350+ being replaced. This is criminal negligence for a polling exercise that costs 50,000 crs.
Should we believe DMs @ECISVEEP, or is something far more sinister afoot? pic.twitter.com/eGsGUUBWai
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 23, 2019
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement