Panchayat Election 2023: বাসন্তীতে নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে রাজ্যপাল, চাকরি এবং আর্থিক সাহায্যের আশ্বাস
Panchayat Poll 2023: এবার যুব তৃণমূল নেতা খুনে রাজ্যপালের দ্বারস্থ হলেন তাঁরই মেয়ে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির প্রার্থী মানোয়ারা পিয়াদা।
হিন্দোল দে ও সন্দীপ সরকার, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তী থেকে ক্যানিং গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন নিহতের যুব তৃণমূল নেতার মেয়ে। পঞ্চায়েত ভোটের আগে শনিবার রাতে গুলি করে খুন করা হয়েছে যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লাকে। নিহতের মেয়ে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির প্রার্থী মানোয়ারা পিয়াদা এদিন সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যজুড়ে খুনোখুনির ছবি। আর এবার যুব তৃণমূল নেতা খুনে রাজ্যপালের দ্বারস্থ হলেন তাঁরই মেয়ে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির প্রার্থী মানোয়ারা পিয়াদা। রাজ্যপালের সঙ্গে দেখা হওয়া পর মানোয়ারা বলেন, "রাজ্যপাল হুমকি এলে ওঁকে জানাতে বলেছে। লিখিত আকারে অভিযোগ জানাতে বলেছেন। আমার ৪ বছরের মেয়ের এক বছরের পড়াশোনার খরচ আর আমার ভাইয়ের চাকরির দেবেন বলে জানিয়েছেন। বিচার হবে বলে আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি আমরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছি। তাও লিখিত আকারে জমা দিতে বলেছেন তিনি।''
শনিবার রাতে বাড়ি ফিরছিলেন বাসন্তীর ফুলমালঞ্চের বাসিন্দা, বছর বিয়াল্লিশের যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ তাঁর রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে দুটি বাইকে আসা দুষ্কৃতীরা। জিয়ারুলকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে থাকে তারা। তৃণমূলকর্মীর মাথায় ও পেটের কাছে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে জিয়ারুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কিন্তু কারা, কেন খুন করল যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লাকে? স্থানীয় সূত্রে, এখানেই উঠে আসছে পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে তৃণমূল ও যুব তৃণমূলের দ্বন্দ্বের কথা।
এদিন সকালে বাসন্তীতে গিয়েও নিহত যুব তৃণমূল কর্মীর বাড়ির কাছ থেকে ফিরতে হয় রাজ্যপালকে। তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ে। তাঁর অভিযোগ, 'দলেরই নেতাদের সঙ্গে চক্রান্ত করে রাজ্যপালকে আসতে দেয়নি পুলিশ।' রাজভবন সূত্রে দাবি করা হয়, 'কোথায় বাড়ি জানানোই হয়নি প্রশাসনের তরফে।' এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই রাজ্যপালের ফোন নিহত জিয়ারুলের মেয়েকে। ফোন পেয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে ক্যানিং যান নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Scrub Typhus : মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস