Panchayat Election 2023: 'মৃত্যু নিয়ে রাজনীতি..', প্রয়াত TMC প্রার্থীর বাড়িতে BJP নেতার উপস্থিতিতে কটাক্ষ তৃণমূলের
TMC Attacks Jitendra Tiwari: প্রয়াত তৃণমূল প্রার্থীর বাড়িতে গেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। আর এরপরেই তীব্র কটাক্ষ তৃণমূলের, কী বলছে শাসক দল ?
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: প্রয়াত তৃণমূল প্রার্থীর (TMC Candidate) বাড়িতে গেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari and Chaitali Tiwari) ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। 'মৃত্যু নিয়ে রাজনীতি করার জন্যই এসেছেন', তীব্র কটাক্ষ তৃণমূল প্রধানের।
প্রসঙ্গত, একটা শাসকদলে থেকেও কোণঠাসা হওয়ায় বদল করেছিলেন দল। তবে তাঁর দল বদল নিয়ে সেসময় রীতিমত সরব ছিলেন বাবুল সুপ্রিয়। মূলত সেসতে। মূলত বাবুলও ছিলেন বিজেপিতে। সেসময় বাবুলের যুক্তি ছিল যে, জিতেন্দ্রর বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ ওই এলাকায়, বিশেষ করে বালি ইস্যুতে। তাই সেক্ষেত্রে তিনি বিজেপিতে এলে ইমেজে প্রভাব পড়বে। যদিও শাসকদলের একাংশের চাপের মুখে পড়ে, নানা টানাপোড়েনের পর শেষমেষ দল বদল করতে সক্ষম হয়েছিল। কিন্তু তারপর আসানসোলে কম্বলকাণ্ডে ফের নাম জড়িয়েছিল জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির। দলবদলের পর সেভাবে স্বস্তি না মিললেও, এবার ফের ছেড়ে আসা শিবিরের প্রাক্তন সতীর্থর ঘরে জিতেন্দ্রর পা পড়তেই কি জ্বলে উঠল ছাই চাপা আগুন শাসক শিবিরে ?
পাণ্ডবেশ্বরের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক মদন বাউরির মৃত্যু হয় বৃহস্পতিবার। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী মদন বাউরি। আজ অন্ডালের বহুলায় প্রয়াত তৃণমূল নেতা মদন বাউরির বাড়িতে যান সস্ত্রীক আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কথা বলেন মদন বাউরির তিন মেয়ের সঙ্গে। বার্তা দেন পাশে থাকার। দাবি জানান, মদন বাউরির নামে কোনও একটি রাস্তার নামকরণ হোক। বহুলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান বীরবাহাদুর সিং বলেন, 'রাজনীতি করতে এসেছেন জিতেন্দ্র তিওয়ারি। মৃত্যুকে নিয়েও রাজনীতি করতে চাইছে ওরা। উনি প্রচারে এসেছিলেন তখনই প্রয়াত তৃণমূল নেতা মদন বাউরির বাড়িতে যান রাজনীতি করতে। কিন্তু মৃত্যুর দিনে উনি আসেননি। কিন্তু এতো কিছু করেও বিজেপি শেষ রক্ষা করতে পারবে না', পাল্টা প্রতিক্রিয়া অন্ডালের বহুলা পঞ্চায়েতের বিদায়ী তৃণমূল প্রধান বীরবাহাদুর সিংয়ের।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
যদিও রাজনৈতিক মৃত্যু হোক, কিংবা স্বাভাবিক মৃত্যু, বরাবরাই শাসকদলের নেতা-মন্ত্রীদের উপস্থিতি হোক কিংবা বিরোধীদের উপস্থিতি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। নদিয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ড হোক কিংবা আনিস খান ইস্যু, প্রত্যেকটি মৃত্যুর ক্ষেত্রেই উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। আর এবার জিতেন্দ্র তিওয়ারির উপস্থিতিতে ফের উসকে গেল সেই বিতর্ক।