Panchayat Election 2023: মনোনয়ন পত্র জমার সময় 'বেধড়ক মার' BJP প্রার্থীকে, ছিনিয়ে নেওয়া হল টাকা-পয়সাও
Panchayat Election 2023: মনোনয়ন পত্র জমা দিতে এসে বেধড়ক মারধর খেল বিজেপি প্রার্থী এবং প্রস্তাবক, বলে অভিযোগ। এখানেই শেষ নয়, কাগজপত্র, ফাইল এবং টাকা-পয়সাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ।
সুনীত হালদার, হাওড়া: মনোনয়ন পত্র (Nomination Paper) জমা দিতে এসে আমতা বিডিও অফিসে (Aamta BDO Office) তৃণমূল কংগ্রেস কর্মীদের (TMC Worker) হাতে বেধড়ক মারধর খেলেন বিজেপি প্রার্থী (BJP Candidate) এবং প্রস্তাবক, বলে অভিযোগ। এই ঘটনায় আহত দুজনকে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে (Uluberia Sub Divisional Hospital) আনা হয়েছে।
বুধবার দুপুরে আমতা এক নম্বর ব্লকের ভান্ডারগাছি পঞ্চায়েতে বিজেপি প্রার্থী বাবাই মজুমদার এবং প্রস্তাবক সুবীর ঘোষ মনোনয়নপত্র জমা দিতে আমতা বিডিও অফিসে আসেন। গেটে ঢোকার সময়, তাঁদের ওপর তৃণমূল কংগ্রেস কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ। তারা সুবীর ঘোষ এবং বাবাই মজুমদারকে লাঠি ও লোহার রড দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ। সুবীরবাবুকে মারতে মারতে ২০০ মিটার টেনে নিয়ে যায়। এমনকি দুজনের থেকে কাগজপত্র, ফাইল এবং টাকা-পয়সাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ।
এরপর দুজন আহত বিজেপি কর্মীকে (BJP Worker) উলবেরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। দুজনেরই মাথা, হাত, পিঠ এবং পায়ে আঘাত রয়েছে। তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের উলবেরিয়া উত্তর কেন্দ্রে বিধায়ক নির্মল মাঝি যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন বিজেপি প্রার্থী (BJP Candidate) খুঁজে পাচ্ছে না। তাই এসব বলছে। এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়।
প্রসঙ্গত, মনোনয়ন পর্বের তৃতীয় দিনেও অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ (Murshidabad)। রানিনগরের শেখপাড়ায় ধুন্ধুমার বাধে। বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ।পুলিশের সামনেই লাঠি, পাইপ নিয়ে মিছিল করতে দেখা গিয়েছিল তৃণমূল কর্মীদের। তৃণমূলের বাইক বাহিনীরও দেখা মেলে। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। যদিও শাসকদলের দাবি, বাম-কংগ্রেসই মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। অভিযোগ উড়িয়েছিল জোট। প্রতিবাদে পাল্টা মারধরের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কর্মীরা (TMC)।
বর্ধমান ২ নম্বর ব্লকে বিডিও অফিসে মনোনয়ন তুলতে আসার সময় সিপিএমের ওপর হামলার অভিযোগ (Attack) উঠেছিল। শক্তিগড় মোড়ের কাছে সিপিএম সমর্থকদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে, ইতিমধ্যেই ঘটনাস্থলে র্যাফ নামানো হয়েছে। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই সারা রাজ্যে অশান্তির আগুন। জেলা জেলা থেকে প্রতিদিনই আসছে সংঘর্ষের খবর। এরই মাঝে মনোনয়নে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
কিন্তু অশান্তি থামছে কই? সোমবাও বাংলার বিভিন্ন জেলা থেকে এল সংঘর্ষের খবর। নদিয়ার নাকাশিপাড়ায় হরনগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আত্মীয়ের বাড়িতে তাণ্ডব চালানোর। কংগ্রেস প্রার্থী জামান মণ্ডলকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর কাকা, হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেস প্রার্থীর আত্মীয় হাসপাতালে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।