WB Panchayat Election 2023 : 'আমাদেরও মিলিটারি ফোর্স আছে', সুকান্তকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের
Central Force : বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের কেন্দ্রকে চিঠি রাজ্য নির্বাচন কমিশনের। আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিন্হার
![WB Panchayat Election 2023 : 'আমাদেরও মিলিটারি ফোর্স আছে', সুকান্তকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের Panchayat Election 2023 : TMC MLA Arup Chakraborty counters Sukanta Majumdar over Central Force issue WB Panchayat Election 2023 : 'আমাদেরও মিলিটারি ফোর্স আছে', সুকান্তকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/5adbec43c726bbad2d5ee04a0dcade471687697185017170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : বাহিনী মন্তব্যে সুকান্ত মজুমদারের পাল্টা দিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। 'সুকান্ত মজুমদার জেনে রাখুন, আমাদেরও মিলিটারি ফোর্স আছে।' মন্তব্য তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর। গতকাল সুকান্ত মজুমদার বলেছিলেন, 'যেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে পারবে না, সেখানে বিজেপি কর্মীরাই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করবেন।'
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজনৈতিক তরজা যেন থামছেই না। কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে আগের দিনই শাসকদলকে হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'বিজেপির যেখানে ক্ষমতা আছে, সেখানে যদি কেন্দ্রীয়বাহিনী না থাকে তাহলে বিজেপি কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে। আমরা তৈরি আছি লড়াইয়ের জন্য। আমাদের কর্মীরা তৈরি আছে লড়ার জন্য।'
তিনি বলেন, 'রাজ্য সরকার উপযুক্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আনবে না, এই ইচ্ছা প্রথম থেকেই ছিল। সেই মতোই কাজ করছিল রাজ্য নির্বাচন কমিশন। এবার বাধ্য হয়ে কিছুটা কেন্দ্রীয় বাহিনী দাবি করেছে। ৮২২ কোম্পানি তারা দাবি করেছিল। কিন্তু, ৮২২ কোম্পানি তো একেবারে দেওয়া সম্ভব নয়। সাধারণত বিধানসভা বা লোকসভা ভোটের সময় এইভাবে করা হয়। সেই জন্য গোটা দেশে ভোটও বিভিন্ন পর্যায়ে করা হয়। স্বাভাবিকভাবেই সেটা করা হয়েছে। কিন্তু, যা হচ্ছে এখন তাতে নিচু তলার কর্মীরা তো চুপ করে বসে থাকবেন না। সে কংগ্রেসেরই হোক, আর বিজেপিরই হোক। যেখানে যার শক্তি আছে তার প্রতিরোধ করবে। মারামারি হবে, রক্তক্ষয় হবে। বিজেপির যেখানে ক্ষমতা আছে, সেখানে যদি কেন্দ্রীয়বাহিনী না থাকে তাহলে বিজেপি কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে। আমরা তৈরি আছি লড়াইয়ের জন্য। আমাদের কর্মীরা তৈরি আছে লড়ার জন্য।'
সুকান্তর এই মন্তব্যেরই আজ পাল্টা দেন তৃণমূল বিধায়ক। অরূপ চক্রবর্তী বলেন, "কেন্দ্রীয় সরকার যখন কেন্দ্রীয় বাহিনী দিতে পারছে না, কম বাহিনী দিচ্ছে, এদের রাজ্য নেতারা বলছেন, আমাদের কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে। এ তো আজব কথা ! কেন্দ্রীয় বাহিনীর কী কাজ করবে ? গন্ডগোল-বিশৃঙ্খলা করবে ? সুকান্ত মজুমদার জেনে রাখুন, আমাদেরও মিলিটারি ফোর্স আছে। তুমি এসব কথা বন্ধ করো। গ্রামের মানুষকে রক্তাক্ত রাজনীতি করার শিক্ষা দেবেন না।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)