Md Salim on Panchayat Election : বাঁশ লাগানো ঝান্ডার ছবি পোস্ট, তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার সেলিমের
Violence in Panchayat Election Nomination:উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান থেকে মুর্শিদাবাদ, রাজ্যের একাধিক জায়গায় পঞ্চায়েতের মনোনয়ন দিতে গিয়ে বাধার মুখে পড়েন বাম কর্মী-সমর্থকরা। রক্তাক্ত হতে হয় তাঁদের।
কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন পর্ব শুরুর পরে প্রথম দু'দিন দেখা গিয়েছিল যে ছবি, তৃতীয় দিনেও তার ব্যতিক্রম হল না। কোথাও মার খেলেন, তো কোথাও রক্তাক্ত হলেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। সোমবার মনোনয়নের (Nomination) তৃতীয় দিনে বিভিন্ন জায়গায় মনোনয়ন দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন সিপিএম-কংগ্রেসের প্রার্থীরা। আর এই অবস্থাতেই সমর্থকদের বার্তা দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ ট্যুইটারে পোস্ট করেছেন বাঁশ এবং বাঁশ লাগানো ঝান্ডার ছবি । পাশাপাশি তিনি লিখেছেন, '২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়'। যে কথা জানিয়ে, জেলায় জেলায় তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার দিয়েছেন মহম্মদ সেলিম (MD Selim)।
মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের ২ নম্বর ব্লকের বড়শূল। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, শক্তিগড় মোড়ের কাছে সিপিএম সমর্থকদের গাড়ি আটকে পুলিশের সামনেই চলে ইটবৃষ্টি। রাস্তার ধারে বাঁশ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৃণমূল কর্মীদের। ইটের ঘায়ে আহত হন শক্তিগড় থানার ওসি-সহ তিন পুলিশ কর্মী। এক সিপিএম কর্মীর মাথা ফেটে যায়। এরপরই দু’পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি শুরু হয়। লাঠি, বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যান সিপিএম ও তৃণমূল কর্মীরা। প্রতিবাদে পালসিটে রাস্তা অবরোধ সিপিএমের।
মনোনয়ন পর্বের তৃতীয় দিনেও অশান্ত মুর্শিদাবাদ। রানিনগরের শেখপাড়ায় ধুন্ধুমার। বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ। পুলিশের সামনেই লাঠি, পাইপ নিয়ে মিছিল করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। তৃণমূলের বাইক বাহিনীরও দেখা মেলে। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। যদিও শাসকদলের দাবি, বাম-কংগ্রেসই মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। অভিযোগ ওড়াল জোট। প্রতিবাদে পাল্টা মারধরের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
মিনাখাঁয় সিপিএমকে মনোনয়নে বাধা, পার্টি অফিস ঘেরাও! বোমা, পিস্তল নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, মাথা ফাটল সিপিএম নেত্রীর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পার্টি অফিস ঘিরে রাখার অভিযোগ সিপিএমের। বাঁশ, লাঠি নিয়ে সিপিএম প্রার্থীদের ভয় দেখিয়ে পার্টি অফিস ঘিরে রাখার অভিযোগ। মিনাখাঁ বিডিও অফিসে মনোনয়ন দিতে যাওয়ার পথে আটকানোর অভিযোগ। মিনাখাঁয় সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ
এব্যাপারে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি । পুলিশকে সঙ্গে নিয়েই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ। হামলার মুখে মনোনয়নই দিতে পারলেন না সিপিএম প্রার্থীরা!
আরও পড়ুন- ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব' তৃণমূলের, মনোনয়নের পরই আবীর খেলা, মিষ্টিমুখ
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে ডিওয়াইএফআইয়ের এসডিও অফিস অভিযান ঘিরে অশান্ত আসানসোল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম