Panchayat Election: পঞ্চায়েত-হিংসার বলি আরও এক, ভোট লুঠ বাধা দিতে গিয়ে প্রাণহানি
Panchayat Election Death: গুরুতর আহত তৃণমূল কর্মী আজাহার লস্করকে ন্যাশনাল মেডিক্যাল স্থানান্তরিত করা হলে ভোররাতে তাঁর মৃত্যু হয়।
![Panchayat Election: পঞ্চায়েত-হিংসার বলি আরও এক, ভোট লুঠ বাধা দিতে গিয়ে প্রাণহানি Panchayat Election South 24 Paragana Another victim of panchayat-violence, loss of life while preventing vote looting Panchayat Election: পঞ্চায়েত-হিংসার বলি আরও এক, ভোট লুঠ বাধা দিতে গিয়ে প্রাণহানি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/09/6d7237c8f0548a6c70ab0ab79795279b1688872643669223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের দিন দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েত-হিংসার বলি আরও এক। বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানিপুরে তৃণমূল-RSP-র সংঘর্ষে গুরুতর জখম তৃণমূল কর্মীর মৃত্যু হল ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, মৃতের নাম আজাহার লস্কর (৫৭)। গতকাল ভোটপর্ব মিটে যাওয়ার পর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের ২৪১ নম্বর বুথে ব্যালট বাক্স লুঠের অভিযোগ ওঠে RSP-র বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষের ৭-৮ জন আহত হন। গুরুতর আহত তৃণমূল কর্মী আজাহার লস্করকে ন্যাশনাল মেডিক্যাল স্থানান্তরিত করা হলে ভোররাতে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে শুধুমাত্র ভোটের দিন বাংলায় হিংসার বলি ১৬ জন।
বাংলায় ভোট আর ভোটের বলি কার্যত সমার্থকরা। সাধারণ ভোটার থেকে রাজনৈতিক দলের কর্মী - কাউকে ছাড়ল না সন্ত্রাস! এর মধ্যে সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে শুধু মুর্শিদাবাদেই। গত ২৪ ঘণ্টায় ৫ জন খুন হয়েছেন সেখানে।
মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার থেকে নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় সর্বত্র মৃত্যুমিছিল। কিন্তু, এই মৃত্যুমিছিলের দায় কে নেবে? রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, 'সন্ত্রাস আটকানোর দায়িত্ব যাঁরা জেলাস্তরে কাজ করছে তাঁদের, আমার দায়িত্ব ব্যবস্থাপনা করা। আমরা সব রকম ব্যবস্থা করেছি। তারপর তো কেউ গ্যারান্টি দিতে পারবে না, কোথায় কে কাকে গুলি করে দেবে, কাকে মেরে দেবে।'
একনজরে ভোট-মৃত্যু
নন্দীগ্রামে তৃণমূলের বুথ এজেন্ট গৌতম রায়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। অভিযোগ, সিপিএম ক্যাম্প অফিসে নিয়ে গিয়ে বুকে লাথি মারা হয়। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নদিয়ার চাপড়ার কল্যাণদহে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। অভিয়োগ, বুথে লাইন দেওয়া নিয়ে কংগ্রেস ও তৃণমূলের বিবাদের মধ্যে কংগ্রেসের লোকজন তৃণমূলকর্মীদের এলোপাথাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় ১০ জন তৃণমূলকর্মীকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে আমজার আরসানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকর্মীর দেওরকে বোমা মেরে খুন করার অভিযোগ উঠেছে নির্দলপ্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। দুপুরে ভোটকেন্দ্রে লাইন দেন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ৯২ নম্বর বুথে তৃণমূলপ্রার্থী রোকেয়া ওস্তাগারের দেওর আনিসুর ওস্তাগার। অভিযোগ ভোটকেন্দ্রের বাইরে ও ভিতরে ব্যাপক বোমাবাজি করা হয়। আনিসুরকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের সাহাপুরে ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নয়াহাটে এক কংগ্রেস কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ জামিরুদ্দিনের।
পূর্ব বর্ধমানের আউশগ্রামে শুক্রবার আক্রান্ত হন রাজিবুল শেখ নামে এক সিপিএম কর্মী। শনিবার কলকাতার এনআরএস হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন, সময় এসে গেছে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার, শুভেন্দুকে নাড্ডা-শাহের ফোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)