Panchayat Election 2023: 'আমার মেম্বার না জিতলে ৫ বছর কোনও উন্নয়ন হবে না', বেফাঁস রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী
TMC: 'লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী চাইলে তৃণমূলকে ভোট দিন' রায়গঞ্জে প্রচারে গিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর।

হেমতাবাদ: তৃণমূলকে ভোট না দিলে, মিলবে না রাস্তা, আলো, জল। পঞ্চায়েত ভোটের মুখে, এবার এমনই হুঁশিয়ারি শোনা গেল খোদ এক মন্ত্রীর গলায়। অন্তত এমনটাই বলছে ভাইরাল ভিডিও। পঞ্চায়েত ভোটপ্রচারে (Panchayat Election) ফের বিতর্কে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। 'আমার মেম্বার না জিতলে আগামী ৫ বছর কোনও উন্নয়ন হবে না। রাস্তা, লাইট, জলের ব্যবস্থা হবে না। শুধু লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী চাইলে অন্যদের ভোট দিন'। রায়গঞ্জে প্রচারে গিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর।
কী হুঁশিয়ারি? এ দিন সত্যজিৎ বর্মন বলেন, 'তোমরা যদি বলো, যে আমরা ভোট দিয়ে মেম্বারকে জেতাব, তাহলে আমাদের রাস্তাটা করে দিন। আর তোমরা যদি বলো যে, মেম্বার জিতলে জিতবে, না জিতলে না। তাহলে তোমার রাস্তা ৫ বছরেও হবে না, এটা আমি কথা দিয়ে গেলাম। ৫ বছর আমরা ক্ষমতায় থাকব, তোমাদের রাস্তা হতে দেব না'। এখানেই শেষ নয়, শুধু রাস্তাই নয়, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'না হবে রাস্তা, না হবে লাইট, না হবে কোনও জলের ব্যবস্থা। এই কথা আমি বলে গেলাম'। আর এই মন্তব্য় ঘিরেই বিতর্ক ছড়িয়েছে বিরোধী মহলে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জগদীশপুরে ভোটের প্রচার করতে যান রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, রাস্তা লাগলে, তবে তৃণমূলের প্রার্থীকে ভোট দিতে হবে।
সত্যজিৎ বর্মন আরও বলেছেন, তৃণমূলে ভোট দেবেন, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের স্বার্থে, খাদ্যশ্রীর জন্য, ছেলে-মেয়েদের বইপত্র জুতোর জন্য, কৃষকবন্ধুর জন্য, যে যে প্রকল্পগুলি আছে , ওইগুলির জন্য। আর পঞ্চায়েতে মেম্বার করবেন না, আমার আর দরকার নেই, তাহলে অন্য কাউকে ভোট দেবেন'।
তবে শুধু সত্যজিৎ বর্মন নন, এর আগে একই ধরনের হুঁশিয়ারি শোনা গেছে হাওড়ার উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা এবং করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পালের মুখে। এ ছাড়াও তালিকায় রয়েছেন দিনহাটার উদয়ন গুহও। বিভিন্ন ক্ষেত্রেই তার গলায় শোনা গিয়েছে হুঁশিয়ারির সুর। এবার একই সুর শোনা গেল এক মন্ত্রীর গলাতেও। যদিও এই ঘটনায় সত্যজিৎ বর্মনের পাশেই দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।





















